X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ

গাইবান্ধা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ১৭:৪৬আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৭:৪৬

সাঘাটায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোনারপাড়া পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়ারেস প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামছুল আরেফিন টিটু, প্রচার সম্পাদক আশরাফুল আলম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, ছাত্রলীগের সহ-সভাপতি মুশফিকুর রহমান সুজন ও যুবলীগ নেতা মোজাহার আলী। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবাষির্কী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটেন। এরপর সবাই মিলে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে যান। এসময় উপজেলা প্রশাসনসহ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদুল হাসান রিপনের গ্রুপের নেতাকর্মীও সেখানে ফুল দিতে উপস্থিত হন। রিপন গ্রুপের নেতাকর্মীরা ফুল দিতে গেলে রাব্বী গ্রুপের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি এবং পরে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ রেলস্টেশন ও বাজার এলাকায় ছড়িয়ে পড়লে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ফজলে রাব্বী বা মাহামুদুল হাসান রিপনের বক্তব্য পাওয়া যায়নি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক