X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সীতাকুণ্ডতে আটক ২ জঙ্গি ১২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৭ মার্চ ২০১৭, ২৩:৫৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০০:১৯

সীতাকুণ্ডে ‘সাধনকুটির’ বাড়ি থেকে আটক দুই জঙ্গি চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদে ‘সাধনকুটির’ বাড়ির ঘটনায় দুই জঙ্গির সন্ত্রাস দমন আইন মামলায় সাত দিন এবং অস্ত্র আইন মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ রেজার আদালত শুক্রবার (১৭ মার্চ) রাত ১০টায় এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউর রহমান রেজা বাংলা ট্রিবিউনকে জানান, জঙ্গিদের প্রত্যেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর বিপরীতে সাত দিন ও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন আদালত পরিদর্শক এ এইচএম মশিউর রহমান।

আটক দুই জঙ্গি প্রাথমিকভাবে নিজেদের নাম জসিম ও আরজিনা বলে জানিয়েছে। তাদের সঙ্গে থাকা একটি শিশুকে নিজেদের সন্তান দাবি করে তারা। আদালতে তোলা হলে শিশুটিকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। রিমান্ড শেষে তার বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয় আদালতে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমতলা ও আমিরাবাদ এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় শুক্রবার (১৭ মার্চ) সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করে। প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গি আস্তানার দ্বিতীয় ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যা ও পুলিশের ওপর হামলা আইনে দুটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। আরজিনার গায়ে তখন আত্মঘাতী হামলার ভেস্ট ছিল।

পরে সীতাকুণ্ডের প্রেমতলায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। এতে নব্য জেএমবির এক নারীসহ তিন পুরুষ জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ