X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিহত জঙ্গিরা সম্পর্কে আত্মীয়

চট্টগ্রাম ব্যুরো
১৮ মার্চ ২০১৭, ০৩:৪৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০৭:৩৪

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় নিহত চার জঙ্গি আত্মীয় বলে জানিয়েছে তদন্তকারীরা। ওই চার জঙ্গি তাদের মৌলিক পরিচয় প্রকাশ করতে চেয়েছিল বলেও জানিয়েছেন তারা। 

প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ডের প্রেমতলার ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। এতে নব্য জেএমবির এক নারীসহ তিন পুরুষ জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

চট্টগ্রামের এসপি নূর এ আলম মিনা বলেন, ‘প্রেমতলার ছাড়ানীড়ে নারীসহ নিহত দুই জঙ্গি এবং সাধনকুটির থেকে আটক দুজন সম্পর্কে আত্নীয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রেমতলার ছাড়ানীড়ে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ এ নিহত নারী জঙ্গি গ্রেফতার জসিমের বোন এবং নিহত অন্য তিনজনের মধ্যে একজন সম্পর্কে (জসিমের) দুলাভাই।’ 

এসপি নূর এ আলম মিনা বলেন, ‘প্রাথমিক তদন্তচলাকালে জঙ্গি জসিম জানায়, নিহত নারী জঙ্গি তার বোন এবং সে অন্য দুজন জঙ্গিসহ তার স্বামীর সঙ্গে থাকতো। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে। আমরা সন্দেহ করছি, নিহত অপর দুই জঙ্গি সম্পর্কে চাচাতো ভাই। যারা রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হন।’

নতুন জঙ্গির সমন্বয়ক মুসা এই চার জঙ্গির মধ্যে রয়েছে কিনা জানতে চাইলে এসপি জানান, আত্মঘাতী বোমা হামলায় ওই পুরুষ জঙ্গিদের মুখের অংশ সস্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সিআইডির বিশেষজ্ঞ দল তাদের শরীর থেকে ডিএনএ এর নমুনা নিয়েছে। এই নমুনা তাদের আত্মীয়দের শরীরের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

এদিকে, পুলিশ নিহত জঙ্গিদের ঘরের (ছাড়ানীড়) একটি কক্ষের দেওয়ালে ‘দাওয়াতুল ইসলাম’ লিখা পেয়েছে। যা তারা আত্মঘাতী বোমা হামলার পর লিখেছিল।

এসপি নূর এ আলম মিনা জানান, আমরা এই লিখা জঙ্গিরা যে কক্ষে থাকতো সেখানে দেখতে পেয়েছি। পুলিশ তদন্তের জন্য সেখানকার কয়েকটি ছবি তুলে রেখেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি