X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার: গউছ

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
০৩ এপ্রিল ২০১৭, ১৬:২৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২৩:২৩

জি কে গউছ ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে রবিবার সাময়িক বরখাস্ত করেছে। এই বরখাস্তের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ সোমবার বাংলা ট্রিবিউনের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ প্রতিক্রিয়া জানান।
জি কে গউছ বলেন, ‘রাজনীতি ও হবিগঞ্জবাসীর কাছ থেকে দূরে রাখতেই আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিল। ৭৩৯ দিন কারাভোগের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হয়ে আমি আবারও পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলাম। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমার পিছু ছাড়েনি। ১২ বছর আগে দায়ের করা মামলায় আমাকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।সেই মামলায় আবারও আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইনশাল্লাহ,আইনি প্রক্রিয়ায় আবারও আমি দায়িত্ব ফিরে পাবো। পৌরবাসীর সেবার করার সুযোগ পাবো। এ জন্য আমি হবিগঞ্জ পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
বরখাস্ত হওয়া মেয়র গউছ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। অথচ এই ঘটনার সময় আমি আমার বৃদ্ধ পিতাকে নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কায় ছিলাম। এখন দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘১২ বছর পর আমাকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় আসামি করা হয়েছে। অথচ আমি জীবনে কখনও সুনামগঞ্জে যাইনি।এছাড়া হত্যার লক্ষ্যে হবিগঞ্জ কারাগারের ভেতরে এক খুনিকে দিয়ে আমাকে আঘাত করা হয়।কিন্তু আমি প্রাণে বেঁচে যাই।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমাকে কেন হত্যা করতে চায়? কার ইশারায় আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? কার পরামর্শে হবিগঞ্জ পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে? হবিগঞ্জ পৌরবাসী তা উপলব্ধি করছেন।আর সে জন্যই পৌরবাসী শত প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘পৌরবাসী প্রমাণ করেছেন,তারা আমাকে পছন্দ করেন। আমার চরম দুঃসময়ে হবিগঞ্জবাসী আমার পাশে দাঁড়িয়েছেন।আমি রাজনীতিকে পবিত্র কাজ মনে করি। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা যায়।কল্যাণ করা যায়।কিন্তু যারাই রাজনীতিকে অপবিত্র করার চেষ্টা করেছেন, তারা নিজেরা অপবিত্র হয়েছেন। রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। ইতিহাস কাউকে ক্ষমা করেনি, করবেও না। তাই এখনও আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সম্পর্কে জনসম্মুখে কিছু বলবো না। এর বিচার হবিগঞ্জবাসী করবেন। আমি মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। এ জন্য হবিগঞ্জবাসী অতীতে আমার সঙ্গে ছিলেন, আগামীতেও আমার সঙ্গে থাকবেন, আমি তা বিশ্বাস করি।’

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক এমপি আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।২০১৪ সালে মামলার সম্পূরক চার্জশিটে জি কে গউছকে আসামি করা হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে কারাগারে থেকে পৌর নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। এরপর প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। ফৌজদারী মামলায় কারাগারে আটক থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

এ ছাড়াও ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের একটি সমাবেশে বোমা হামলার মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।এ বছরের ৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। এরই পরিপ্রেক্ষিতে ২৩  মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ। কিন্তু দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় গত রবিবার আবারও তাকে বরখাস্ত করা হয়।

/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ আবারও বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে