X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নিলামের আগেই কালভার্ট লোপাট!

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ১৮:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:৫৫

ইট-রড লোপাটের পর শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের চিত্র

নিলাম ডাকার আগেই উপজেলা প্রকৌশলীর যোগসাজশে বগুড়ার শেরপুরের শালফা-গজারিয়া সড়কের একটি পুরনো কালভার্টের ইট-রড লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, খানপুর ইউনিয়নের শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের ইট-রড নিলামে বিক্রি করে নতুন আরেকটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। কিন্তু নিলাম ডাকার আগেই পুরনো কালভার্টের ইট-রড উধাও হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মাদের হাত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কালভার্ট ভেঙে ইট-রড ভ্যানে করে নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক। তারা জানান, প্রকৌশলী নুর মোহাম্মাদের নির্দেশে তারা এ কাজ করছেন।

শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের ইট-রড নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ মার্চ পুরনো কালভার্ট নিলামের জন্য স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন অনুযায়ী ২৭ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রকাশ্যে নিলাম ডাক হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিন নিলাম ডাক হয়নি। পরে ৬ এপ্রিল (বৃহস্পতিবার) নিলামের দিন চূড়ান্ত করা হয়।

খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া বলেন, ‘নিলাম ডাক হওয়ার আগেই কালভার্টটি ভেঙে লাখ টাকার ইট-রড লোপাট করা হচ্ছে। অথচ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নিরব দর্শকের ভূমিকা পালন করছে।' তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মাদ বলেন, ‘আমি কাউকে কালভার্ট ভেঙে ইট-রড নিয়ে যাওয়ার নির্দেশ দেইনি। তবে পরিষদের সিদ্ধান্তে এক ঠিকাদার নিজ খরচে ইট-রড খুলে পাশে রাখছেন; কিছুই উধাও হচ্ছে না।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল