X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস-২ এর উদ্বোধন

খুলনা ও বেনাপোল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৮:২১আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:৩২

খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস-২ এর উদ্বোধন খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস-২ এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ভারতের নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী ট্রেন-২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন,  বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্র, যশোরের শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোরের মনিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন,পরিচালক হাবিবুর রহমান, বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস-২ এর উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, খুলনা ও কলকাতার মধ্যে নিয়মিত ট্রেন যোগাযোগ চালু ভারত ও বাংলাদেশের কানেক্টিভিটিতে নিঃসন্দেহে বড় একটি মাইলফলক।

তিনি আরও বলেন, ১৯৬৫ সাল পর্যন্ত এই রুটে ট্রেন সার্ভিস চালু ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তরকারী সিদ্ধান্তের ফলে আবারও চালু হলো কলকাতা-খুলনার মধ্যে ট্রেনের এই সেবা। বাসের চেয়ে ট্রেনের যাত্রা অনেক বেশি আরামদায়ক এবং সময় সাশ্রয়ী বলে বাসের চেয়ে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস অনেক বেশি জনপ্রিয় হবে বলে মনে করেন রেলমন্ত্রী।

পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার হবে।

দুপুর ২টায় বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেনের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মৈত্রী ট্রেনটি বেনাপোল স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়। রবিবার সকাল ৮টা ৫ মিনিটে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে ট্রেনটি।

/বিএল/

আরও পড়ুন:
যে স্বপ্ন ভারতের, সে শুভকামনা বাংলাদেশের জন্যও: মোদি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?