X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নানের সঙ্গে দেখা করেছে কারাবন্দি দুই ভাই

রায়হান ইসলাম আকন্দ, গাজীপুর
১২ এপ্রিল ২০১৭, ১৬:৩২আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:৩২

মুফতি হান্নান সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করেছে তার কারাবন্দি দুই ভাই। নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি যাবজ্জীবন সাজা ভোগরত বন্দি মো. মহিবুল ও গাজীপুরের কাশিমপুরে কারাগারে বন্দি মো. আনিস বুধবার বেলা ২টার দিকে হান্নানের সঙ্গে দেখা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২টার দিকে কাশিমপুর কারাগারে মুফতি হান্নানের সঙ্গে দেখা করে তার দুই কারাবন্দি ভাই।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে মুফতি হান্নানের সঙ্গে দেখা করেন তার বড় ভাই আলিমুজ্জামান, মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভিন রুমা, বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম।

সাক্ষাতের পর মুফতি হান্নানের স্ত্রী, “তিনি (মুফতি হান্নান) বলেছেন ‘যে কদিন হায়াত আছে ওই কয়দিনই বেঁচে থাকবো। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে নাজাত দান করেন, হেফাজত করেন এবং ঈমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারি। আমাকে মিথ্যা মামলায় জড়িত করে এ অবস্থায় দাঁড় করানো হয়েছে।”

তিনি আরও বলেন, ‘মুফতি হান্নান সবার কাছে দোয়া চেয়েছে। মা’কে সালাম জানিয়েছে, তার কাছে দোয়া চেয়েছে।’

মুফতি হান্নানের বড় ভাই আলিমুউজ্জামান, মুফতি আব্দুল হান্নান তার মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে। কারা কর্তৃপক্ষ মোবাইল নম্বর রেখে দিয়ে বলেছেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে মায়ের সঙ্গে হান্নানকে কথা বলিয়ে দেবেন।

তিনি আরও বলেন, মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করার অনুরোধ করেছেন তারা। কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের জানাবেন বলে আশ্বস্ত করেছে।

মুফতি হান্নান তার সন্তানদের প্রতি খেয়াল রাখতে বড় ভাইকে অনুরোধ করেছে এবং সবার সঙ্গে তাদের মিলেমিশে থাকতে বলেছে।

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বলেন, ‘মুফতি হান্নানের মায়ের সঙ্গে এখনও কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’

উল্লেখ্য সিলেটের হযরত শাহজালালের (রা.) মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। এরপর তিন আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দেন। এখন ফাঁসি কার্যকরে আর কোনও আইনি বাধা নেই।

/এফএস/ 

আরও পড়ুন- 

আল্লাহ তাকে ভালো রেখেছে, সে সুস্থ আছে: মুফতি হান্নানের স্ত্রী

‘জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুত ১০ জল্লাদ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ
ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ
সংহতি প্রকাশে ইউক্রেন গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সংহতি প্রকাশে ইউক্রেন গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার