X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আধ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেলো খুলনা!

খুলনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৮:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৯:০৫

আধ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেলো খুলনা!  

খুলনায় শনিবার সকাল সোয়া ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা ভারী বর্ষণের ফলে ডুবে গেছে খুলনা শহর। শহরের বিভিন্ন সড়কে জমে থাকা হাঁটু পানি ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে শহরবাসীকে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, শনিবার খুলনায় ৩৫ মিনিটে ১৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২ দিন আগে খুলনায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেশি হওয়ার কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ভারী বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ছিল।

তিনি বলেন, আরও ২-১ দিন এ অবস্থা থাকতে পারে। এ অবস্থায় মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত ও নৌ বন্দরকে ১ নম্বর নৌ হুশিয়ারী সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃষ্টির পানি জমে থাকায় ও জোয়ারের পানি এবং পেড়ি মাটি জমে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায়, সংস্কার না করা পর্যন্ত সামান্য বৃষ্টিতেই মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে । এ ছাড়াও শহর ঘেষা খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, মহানগরীর পানি নিষ্কাশনের পথগুলো শহরের বাইরের খাল ও জলাভূমির সঙ্গে মিশে গেছে। জলাভূমিগুলো ভরাট হয়ে যাওয়ার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, নদীর পৃষ্ঠদেশ উঁচু হওয়ায় জোয়ারের সময় শহরে পানি ঢুকে যায়। এছাড়া পানি প্রবাহের গতিপথও পাল্টে গেছে। এ কারণে জলাবদ্ধতা নিরসনে নতুন করে ভাবতে হবে।  

নগর পরিকল্পনাবিদ আবির-উল জব্বার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি শহরের ঢুকে যায়। এই পানি যাতে শহরের ঢুকতে না পারে সে জন্য শহর রক্ষাবাঁধ নির্মাণ এবং নদী ও খালের কয়েকটি সংযোগস্থলে পাম্প বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো একনেকে অনুমোদন হলে ২০২১ সালের মধ্যে তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

কেসিসির ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান জানান, মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি হিসেবে ছোট দুটি এস্কেভেটর মেশিন দিয়ে ওয়ার্ডের ছোট-বড় ড্রেনের পেড়ি মাটি কাটার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডের ড্রেনের মাটি কেটে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা হবে।

অবৈধ খাল দখলকারী উচ্ছেদ গঠিত কমিটির আহ্বায়ক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু জানান, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কেসিসি অচিরেই খাল দখলকারীদের উচ্ছেদ অভিযানে নামবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ডুবতে ডুবতে তীরে এলো লঞ্চটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রদিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রদিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ