X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার হামলায় ১১ জন গুলিবিদ্ধ

শরীয়তপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০০:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০৯:১৭

 

শরীয়তপুর শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে সংঘটিত এই সংঘর্ষে ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাজিরার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর মধ্যে বিরোধ রয়েছে। দু’জনের মধ্যে মিন্টু কাজি স্থানীয় সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও মিথুন ঢালী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থক।
শনিবার সকালে মিথুন ঢালীর সমর্থকরা গঙ্গানগর বাজারে প্রবেশ করে আমিনুল ইসলাম মিন্টু কাজির সমর্থকদের ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় মিথুন ঢালী তার সমর্থকদের নিয়ে গুলি ছুঁড়লে মিন্টু কাজির সমর্থক ১১ ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দিপু কাজিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ বাকি ১০ জন— শাহানাজ কাজি, মান্নান কাজি, সোহরাব কাজি, রাজু আহম্মেদ কাজি, ফারুক সরদার, খালেক সিকদার, রাজন কাজি, সোহাগ মুন্সি, সজিব কাজি ও সাঈদ কাজিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ রাজু আহম্মেদ কাজি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিথুন ঢালী ও তার ভাই সুজন ঢালীসহ চার ব্যক্তি আমাদের ওপর গুলি ছোঁড়ে। গঙ্গানগর বাজারে আমাদের যেতে বাধা দিলে তাদের সঙ্গে ঝগড়া হয়। এ কারণে সে আমাদের গুলি করে।’

জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি বলেন, ‘মিথুন ঢালী ইউপি নির্বাচনের সময় আমার কর্মীদের অনেক ভয়ভীতি দেখিয়ে মারধর করেছে। আমার সমর্থকদের এলাকায় পেলেই মারধর করে। হাট-বাজারে যেতে দেয় না। শনিবার সে আগ্নেয়াস্ত্র নিয়ে গঙ্গানগর বাজারে আমার সমর্থক ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ১১ জন গুলিবিদ্ধ হয়।’

তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিন্টু কাজি দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়, সাধারণ ব্যবসায়ীদের আতঙ্কিত করে সুবিধা নেয়। শনিবার মহড়া দিতে এলে গ্রামের মানুষ প্রতিরোধ করেন। কে বা কারা তাদের গুলি করেছে তা আমার জানা নেই। আমার একটি লাইসেন্স করা শটগান রয়েছে, কিন্তু ওই ঘটনায় সেটা ব্যবহার করা হয়নি।’

জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘গঙ্গানগর বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি এখন শান্ত আছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। এখনও কোনও পক্ষ মামলা করেনি।’

/টিআর/আপ-এপিএইচ/

আরও পড়ুন: রাজধানীতে প্রেমিকার সামনে আত্মহত্যার চেষ্টা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়