X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত হলো বেতনা নদী

বেনাপোল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ২০:২০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২০:৫৮

প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত হলো বেতনা নদী

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে শার্শা উপজেলার বেতনা নদীটি দখলমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুইদিনে বহু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

১৯৯৬ সালে উপজেলা প্রশাসন মাছের পোনা ছেড়ে বেতনা নদীটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ৪০ কিলোমিটার দীর্ঘ এ নদীটি প্রথম বছর উন্মুক্ত থাকলেও পরে রাজনৈতিক ছত্রছায়ায় শতাধিক ব্যক্তি বাঁধ দিয়ে দখল করে নেয়। এসব দখলদাররা ৬৬টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। দীর্ঘ ২০ বছর ধরে তারা মাছ চাষ করে আসছিল। যে কারণে প্রতি বর্ষা মৌসুমে শার্শা ও বেনাপোলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। প্রতি বছর ভারত থেকে আসা ইছামতি নদীর পানি ও বর্ষার পানিতে এলাকার শত শত একর ফসলের জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়। এর ফলে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

দখলমুক্ত করার সময় কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেতনা নদীটি দখল করে মাছ চাষ করে আসছিল। অবৈধ দখলমুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে। নদীটি সম্পূর্ণ দখলমুক্ত হলে এলাকার মানুষ উপকৃত হবে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

অভিযানে অংশ নেওয়া এলাকার চাষিরা বলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সাধারণ মানুষকে নিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এর আগেও তিনি অবৈধ দখলদার মুক্ত করতে গিয়ে বাধাগ্রস্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এলাকার সাধারণ মানুষ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সাথে অংশ নিয়েছে।   

/জেবি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ