X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাঁকোর অভাবে শতাধিক শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধের উপক্রম

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৫ মে ২০১৭, ১১:৩৪আপডেট : ১৫ মে ২০১৭, ১২:৪৮

সাঁকোর অভাবে শতাধিক শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধের উপক্রম

কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি সাঁকোর অভাবে শতাধিক শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধের উপক্রম হয়েছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের স্লুইস গেটের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলার একটি খড়স্রোতা নালার ওপর সাঁকো না থাকায় বর্ষা মৌসুমে পূর্ব ধনীরাম চর ও বাঘখাওয়ার চরের শতাধিক শিক্ষার্থী স্কুলে যেতে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, পূর্ব ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চকাইল ঘাট ও পূর্ব ধনীরাম নতুন আবাসনে যাওয়ার রাস্তায় এই নালাটি। এর উপর নির্মিত কাঠের সাঁ‌কো‌টির অর্ধেক অংশ ভেঙে গে‌ছে। গত বছরের বন্যায় এই রাস্তার উপর থাকা ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়ে‌ছে এই চরের এক হাজারের বেশি বাসিন্দা।

শুক‌নো মৌসু‌মে হেঁটে পার হওয়া গে‌লেও বর্ষায় নালাটিতে প্রবল স্রোত ও পানি প্রবাহ থাকায় অভিভাবকরা ঝুঁকি নিয়ে সন্তানদের স্কুলে পাঠানোর সাহস পান না। ফলে পূর্ব ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা উচ্চ বিদ্যালয়, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহবাজার মাদ্রাসায় অধ্যায়নরত শতাধিক শিক্ষার্থীর স্কু‌লে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বর্ষায় দীর্ঘ সময় স্কুলে অনুপস্থিত থাকার কারণে এ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানায়।

পঞ্চম শ্রেণীর সাথী, সবুজ, প্রথম শ্রেণীর জুয়েল, কাজলী, প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থী শরীফ, ষষ্ঠ শ্রেণীর শাহানাজসহ এই চরের কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা নিয়মিত স্কুলে যেতে চায়। কিন্তু সাঁকো‌র জন্য বর্ষার সময় প্রায় তিন-চার মাস তাদের স্কুলে যাওয়া  বন্ধ থাকে। যে কারণে তারা পড়ালেখায় পিছিয়ে যায়।

এ প্রসঙ্গে পূর্ব ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজার রহমান লিটন জানান, বন্যার সময় চরের রাস্তার দু’পাশ ডুবে যায়। নালা‌টি পার হওয়ার জন্য কোনও নৌকা না থাকায় কিছু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলায় করে স্কুলে আসে। সাঁকো‌টি সংস্কার করা হলে তাদের শিক্ষা জীবন থেকে তিন-চারটি মাস নষ্ট হবে না।

এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, ছোট এ সাঁ‌কো নির্মিত হলেও চরাঞ্চলের মানুষ সহজে বড়ভিটা ও ফুলবাড়ী উপজেলা সদরে যাতায়াত করতে পারবে। এছাড়া বড়ভিটার মানুষ এই পথে চকাইল ঘাট হয়ে বড়বাড়ী, পাঙ্গা হয়ে দেশের যে কোনও স্থানে সহজে যাতায়াত করতে পারবে। এখানকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিশেষ করে কলা, পাট, ভুট্টা সহজে অল্প সময়ে বাজারজাত করতে পারবে। ছোট এই সাঁ‌কো‌টি এখানকার মানুষের জীবনযাত্রাকে বদলে দেবে অতি সহজে। তাই তিনি দ্রুত এ সাঁ‌কোটি নির্মাণের দাবি জানান।

বড়‌ভিটা ইউনিয়নের চেয়ারম্যান মো.খয়বরআলী মিয়া জানান, বিষয়‌টি গুরু‌ত্বের সঙ্গে দেখ‌া হচ্ছে। আগামী দুই-এক‌দি‌নের ম‌ধ্যে সাঁকোটি মেরাম‌তের ব্যবস্থা নেওয়া হবে।

স্থায়ীভা‌বে ব্রিজ নির্মা‌ণের ব্যাপা‌রে তিনি জানান, এ ব্যাপা‌রে ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে যোগা‌যোগ করা হয়েছে, অনু‌মোদন পে‌লেই  ব্রিজ নির্মাণ করা হ‌বে।

/জেবি/

আরও পড়তে পারেন: উন্নয়ন থামাতেই দেশে জঙ্গি হামলা করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল