X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অপারেশন ‘সান ডেভিল’ মামলা ডিবিতে হস্তান্তর

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০১৭, ২১:০০আপডেট : ২০ মে ২০১৭, ২১:১৪

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুরে পরিচালিত জঙ্গি অভিযান ‘সান ডেভিল’-এর পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম  হোসেন ভূঁঞা মামলাটি ডিবিতে হস্তান্তরের আদেশ দেন। শনিবার (২০ মে) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই মামলার আগের তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেনের কাছ থেকে সব কাগজপত্র বুঝে নেন। শনিবার সন্ধ্যায় ওসি আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি আতাউর রহমান বলেন, ‘প্রথম তদন্ত কর্মকর্তা এবং জঙ্গি বাড়ি থেকে আত্মসমর্পণকারী নারী সুমাইয়া খাতুনের কাছ থেকে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরনো তথ্যের ওপর ভর করে নতুন করে মামলাটির তদন্ত কাজ শুরু করবো। ঘটনাটি অনেক বড়। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১১ মে ভোররাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। এর পরের দিন সকালে সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।  সেখানে পাঁচ জঙ্গি আত্মঘাতী হয়েছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার রাতে জঙ্গি আস্তানার পাশে এক ব্রিফিংয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া জানান, ‘নিহত পাঁচ জনের চার জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়।’ অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।

/এমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা