X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘মোরা’র তাণ্ডবে বান্দরবানে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বান্দরবান প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৪:৩৩আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:৩৭

‘মোরা’র তাণ্ডবে বান্দরবানে ঘরবাড়ি বিধ্বস্ত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র তাণ্ডবে বান্দরবানের ৭টি উপজেলায় অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও বিপুল পরিমাণ গাছপালা ভেঙে গেছে। ঝড়ে ফসলেরও ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের কারণে সোমবার (২৯ মে) রাত থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ‘মোরা’র তাণ্ডবে জেলার নাইক্ষ্যংছড়ি সীমন্তবর্তী তুমব্র, ঘুমধুম, বাইশারী, আলীকদম, লামা, রোয়াংছড়ি, রুমা ও জেলা সদরের প্রত্যান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লামার পৌর এলাকার দেড় সহস্রাধিক কাঁচা পাকা ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছেন এক ব্যক্তি। এছাড়া লামা-রুপসীপাড়া সড়ক, লামা-আলীকদম সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের ২০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড ও সরই ইউনিয়নে ৩০টির মত ঘরবাড়ি ভেঙে যায়। এছাড়া বগাইছড়ি, হারগাজা, সাফেরঘাটা ও বনপুর সড়ক এবং লামা-সুয়ালক, ক্যায়াজুপাড়া-লুলাইং ও ক্যয়াজুপাড়া-ধুইল্যাপাড়া সড়কের ওপর গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জেলার রোয়াংছড়ি ও আলিকদম উপজেলায় গাছপালা উপড়ে পড়েছে, বিধ্বস্ত হয়েছে অন্তত ২০টি ঘরবাড়ি। থানচি উপজেলা থেকে তিন্দু, রেমাক্রি ও বড়মদক এলাকায় মঙ্গলবার সকাল থেকে পর্যটকবাহী সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটকদের দুর্গম তিন্দু ও রেমাক্রি এলাকায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ‘মোরা’র তাণ্ডবে বান্দরবানে ঘরবাড়ি বিধ্বস্ত
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিজিবির মাধ্যমে খবরাখবর রাখা হচ্ছে। সকাল থেকে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে সকাল থেকে টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশংঙ্কা থাকার কারণে জেলায় বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়।
এখন পর্যন্ত জেলার উপজেলাগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে তা জানা সম্ভব হয়নি। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চালু হয়নি।
বান্দরবান জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৭টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।’
/ এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী