X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তিস্তায় গরু পাচারকারী ধরতে নেমে বিজিবি জওয়ান নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ০৪:৫১আপডেট : ২৭ জুন ২০১৭, ০৮:১৪

তিস্তায় গরু পাচারকারী ধরতে নেমে বিজিবি জওয়ান নিখোঁজ লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়া। সোমবার দিবাগত রাত ২টার সময় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলা ট্রিবিউনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ল্যান্স নায়েক সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। কিন্তু তিনি ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে দহগ্রাম বিজিবি ক্যাম্প থেকে বিওপির চার জনের একটি টহল টিম মুন্সিপাড়া সীমান্ত এলাকায় তিস্তার ধারে যায়। ভারতীয় গরু পাচার হয়ে আসার সময় নদীতে সেগুলোসহ পাচারকারীদের ধরতে গিয়ে ল্যান্স নায়েক সুমন মিয়া নিখোঁজ হন। তাকে খুঁজতে ভারতের বিএসএফ-এর সহযোগিতা চাওয়া হয়েছে। তারা স্পিডবোট দিয়ে তল্লাশিতে সহায়তা করছে। তিস্তা ব্যারেজেও রাখা হচ্ছে খোঁজখবর। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রাও।
এদিকে মোগলহাট সীমান্ত থেকে ট্রাকে করে বিজিবির স্পিডবোট নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে। তবে মোগলহাট থেকে দহগ্রামের দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা শুরু করতে সময় লাগছে।

টহল টিমের পেট্রোল কমান্ডার ছিলেন আনোয়ার হোসেন। তবে ল্যান্স নায়েক সুমন মিয়া ছাড়া দলের বাকি তিন জন কেন তিস্তায় নামেননি তা জানা যায়নি। তিনি ৬/৩ দহগ্রাম মূল সীমান্ত খুঁটি ৬এ’র ৩ নম্বর সাব খুঁটি এলাকার আবুলের চর নামক একটি জায়গা থেকে নিখোঁজ হন বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবিতে সুমন মিয়ার বডি নম্বর ৭৬২৪১। তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ