X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘খানাখন্দহীন রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন’

খুলনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:০৩

খুলনায় এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবিতা খানম (ছবি- প্রতিনিধি)

১৫ ফেরুয়ারি দায়িত্ব গ্রহণের পর কমিশন দেশে যেসব নির্বাচন অনুষ্ঠান করেছে, তা শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। সেজন্য খানাখন্দহীন রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন।'

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে খুলনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কবিতা খানম বলেন, ‘নির্বাচনের সময়ে জাতীয় সরকার হিসেবে কারা থাকবে, এটা নির্বাচন কমিশনের বিবেচনার বিষয় নয়। ঘোষিত রোডম্যাপ অনুসারে সব দলের অংশগ্রহণে আইনসঙ্গতভাবে নির্বাচন হবে।’

এর আগে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় জেলার দুই সংসদ সদস্য (এমপি) ও মেয়রসহ ২৩ জন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০ জুলাই থেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চার লাখ ২৪ হাজার ৬১৪ সাধারণ নাগরিককে পর্যায়ক্রমে পরিচয়পত্র দেওয়া হবে, যা চলবে ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠানে স্মার্ট কার্ড পেয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ, বিএল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা অ্যাড. এনায়েত আলী, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলীর সভাপতি ফেরদৌসী আলী, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ মো. আসলাম, সিটি মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. সৈয়দ আবু আসফার, খুমেকের সিনিয়র কনসালটেন্ট ডা. ফৌজিয়া বেগম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আসাদুর রহমান, গৃহিণী আরজাহান বানু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব কায়সার, ৫নং সংরক্ষিত কাউন্সিলর মোছা. আনজিরা খাতুন, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মো. সালেহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সৈয়দ ফাইজ নাসিম, নুজরত নাজ ও এবিএম নাহিদ হাসান।

জেলা নির্বাচন অফিসের প্রস্তুত করা তালিকা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে খুলনা মহানগরীর ৩১ ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথমেই ২০ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সদর থানা এলাকার বাসিন্দাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দৌলতপুর থানা, ১৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত খালিশপুর থানা ও ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তবে প্রয়োজনে সময় পরিবর্তন করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?