X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা, সন্দেহের তালিকায় ৮

চট্টগ্রাম ব্যুরো
১৮ জুলাই ২০১৭, ২১:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২১:৫৮

আতিফ শেখ (ফাইল ছবি)

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে নগরীর আকবর শাহ থানায় আতিফ শেখের বাবা আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুহাম্মদ আলমগীর বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকালে আতিফের বাবা থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে ঘটনার দিন রাতে পার্টিতে যারা উপস্থিত ছিল, তাদেরসহ আটজনকে সন্দেহের তালিকায় রেখেছেন মামলার বাদী।’

খোঁজ নিয়ে জানা গেছে, ওই রাতে আতিফের বান্ধবী জয়ৎসনা দেবি ছাড়াও পার্টিতে ছিলেন- আতিফের বন্ধু উইনসন সিং ও নিরাজ এবং তার সহপাঠী মালিম, রোনাল্ড ও প্রভাকর।

আতিফ খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডাক্তার নুরুল আবছার বলেন, ‘আমরা নিরাজ ও জয়ৎসনা দেবির জবানবন্দি রেকর্ড করেছি। তারা জানিয়েছে, ওই পার্টিতে রোনাল্ড, মালিম ও প্রভাকর অংশ নিয়ে ছিলেন। তবে রোনাল্ড, মালিম ও প্রভাকর ঘটনার ঘণ্টা খানেক আগে ফ্ল্যাট ত্যাগ করেন বলেও জানিয়েছেন নিরাজ ও জয়ৎসনা।’

এদিকে, ছেলে খুন হওয়ার পর আজ  আতিফের মা-বাবা চট্টগ্রামে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বদরুল আমিন ভূঁইয়া বলেন, ‘আতিফের মা-বাবা আজ (১৮ জুলাই) দুপুরে আমাদের সঙ্গে দেখা করেছেন। উনারা মামলা করবেন বলেও আমাদের জানিয়েছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, তারা সেটি চেয়েছেন।’

লাশ ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলাপ করেনি। আমরা তাদের আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। এ ব্যাপারে উনারা সিদ্ধান্ত নিবেন।’

১৪ জুলাই দিনগত রাতে নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে খুন হন ভারতীয় নাগরিক আতিফ শেখ। আতিফকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কক্ষে থাকা তার আরেক বন্ধু উইনসন সিং।ঘটনার আগে দু’জনই ওই কক্ষে মদ্যপান করেছেন বলে জানিয়েছেন ফ্ল্যাটে থাকা আরেক বন্ধু নিরাজ। বর্তমানে উইনসন সিং নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?