X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইউএনও’র বিরুদ্ধে মামলা: পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২২:২৪আপডেট : ২২ জুলাই ২০১৭, ২২:৫৩

গাজী তারেক সালমন আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমনের বিরুদ্ধে মামলার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় পুলিশের ভূমিকা ও বাড়াবাড়ির অভিযোগ তদন্ত করতে অতিরিক্ত ডিআইজিকে (ডিসিপ্লিন) প্রধান করে পুলিশ হেডকোয়ার্টার থেকে দুই সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) থেকে এই কমিটি কাজ শুরু করবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে প্রথমে জামিন না দিয়ে দুই ঘণ্টার জন্য জেল হাজতে রাখা হয়। পরে তার জামিন হলেও পুলিশ, বিচারক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সমালোচনার মুখে পড়েন। তারেক সালমন বর্তমানে বরগুনা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে বরিশালের পুলিশ সুপার এস এম আখতারুজ্জামানও জানান, ঘটনা তদন্তে একটি প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টার থেকে আসছে। তবে ইউএনও তারেক সালমনকে পুলিশ হাতকড়া পরায়নি বলে দাবি করেন বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

এদিকে, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘‘গত ৬ এপ্রিল এই ঘটনায় ইউএনওকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। পরে তিনি তার জবাব বিভাগীয় কমিশনারের কাছে পাঠিয়ে দেন। বিভাগীয় কমিশনার মো. গাউস ‘সন্তোষজনক নয়’ মর্মে চিঠিটি মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠান।’’

জেলা প্রশাসক জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তিনি এই চিঠি দিতে বাধ্য হয়েছিলেন। তবে ইউএনও’র জামিন নামঞ্জুরের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। জামিনযোগ্য ধারায় জামিন না হওয়ার ব্যাপারে তিনিও বিস্মিত হয়েছিলেন।

এ বিষয়ে গাজী তারিক সালমন বলেন, ‘আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে গত এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক রইস সেরনিয়াবাতের (আবুল হাসানাত আবদুল্লাহ’র চাচাত ভাই) ছেলে আলরাজী সেরনিয়াবাত ওরফে পিয়ালকে পরীক্ষা থেকে বহিষ্কার করি। বহিষ্কৃত হয়ে পিয়াল আমার সঙ্গে অসদাচরণ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পিয়ালকে নকল সরবরাহের দায়ে একই দিন ওই কলেজের দফতরি নারায়ণকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রম্যমান আদালত। এছাড়া নকল সরবরাহের দায়ে কলেজের প্রভাষক অরুণ বাড়ইকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে বিরত রাখা হয়।’

এছাড়া, টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে আগৈলঝাড়া উপজেলার সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া ৭৯ লাখ টাকা ফেরত পাঠান ইউএনও। তার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই টাকা তাদের নিজেদের মতো করে খরচ করতে চেয়েছিলেন। তা না করতে দেওয়ায় স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহল তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। তাকে জব্দ করতে তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ তুলে মানহানির মামলা দায়ের করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

গাজী তারিক সালমান বলেন, ‘আমার ওপর যা হয়েছে, তার জন্য যারা দায়ী তাদের আমি শাস্তি দাবি করছি। একটি জামিনযোগ্য ধারায় দায়ের করা মামলায় সংসদ সদস্যসহ প্রায় অর্ধশত আইনজীবী আমাকে জামিন না দেওয়ার জন্য বিচারকের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়েছে। আমার ডিফেন্স দেওয়ার জন্য শুধু একজন আইনজীবী ছিলেন। তাই বিচারক প্রথমে আমার জামিন নামঞ্জুর করে কোর্ট কাস্টডিতে পাঠালেও পুলিশ খুব তড়িঘড়ি করে আমাকে তাৎক্ষণিকভাবে জেল হাজতে নিয়ে যেতে চাইছিল। আমি শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসএমএস করতে পেরেছিলাম।’

তবে বরিশাল সিএমএম আদলতের এপিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘আসামী পক্ষ জামিনের পক্ষে জোরালো যুক্তি-প্রমাণ দেখাতে না পারায় তার জামিন হয়নি। পরে বাদী পক্ষের অনুপস্থিতিতে বিচারক কেন, কিভাবে খাস কামরায় বসে জামিন দিলেন তা আমাদের বোধগম্য নয়। তবে মামলা নেওয়া, জামিনযোগ্য বা জামিন অযোগ্য যেকোনও ধারায় জামিন দেওয়া বা না দেওয়ার এখতিয়ার রয়েছে আদালতের।’

/এসএমএ/

আরও পড়ুন

তারেক সালমনকে হাতকড়া পরানো হয়নি: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!

বঙ্গবন্ধুর বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে মামলা: বরগুনা ইউএনও’র জামিন

ইউএনও গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রীও বিস্মিত

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে
সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে
মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে: প্রতিমন্ত্রী
মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে: প্রতিমন্ত্রী
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের