X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই, বিপাকে পঞ্চগড়ের রোপা আমন চাষিরা

পঞ্চগড় প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১০:৩০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১০:৩০

বৃষ্টি না থাকায় রোপা আমন আবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে (ছবি- পঞ্চগড় প্রতিনিধি)

বর্ষায় সারা দেশে যখন অবিরাম বৃষ্টি হচ্ছে তখন উল্টোটা ঘটছে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলায়। ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। আর পর্যাপ্ত। রোপা আমন চাষাবাদের ভরা মৌসুমেও কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছেন না। অনেক কৃষক আগাম আবাদের জন্য বীজতলা চারা প্রস্তুত করলেও সেই চারা বীজতলাতেই নষ্ট হতে বসেছে। তবে কেউ কেউ বিকল্প ব্যবস্থা হিসেবে বাড়তি খরচ করে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন। খরার কারণে সে সব ক্ষেতের অবস্থাও অত্যন্ত নাজুক। এ অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমেও আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলে মানে করেন সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৯৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করছেন কৃষকসহ সংশ্লিষ্ট কৃষি বিভাগ। আমন চাষিরা নিজস্ব খাদ্যের প্রয়োজনে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে মাত্র ২০ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চারা রোপণ করতে পেরেছেন। বৃষ্টির আশায় এখনো কৃষকের বিরাট একটি অংশ জমি চাষ দিয়ে রাখলেও আমনের চারা রোপণ করতে পারছেন না। অপেক্ষাকৃত উঁচু জমিতে পানি না জমায় এসব জমি এখনও পতিত পড়ে আছে।

 অনেকে বাধ্য হয়ে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছে (ছবি -পঞ্চগড় প্রতিনিধি)

কৃষকরা জানিয়েছেন, কৃষকরা মূলত বৃষ্টিতে জমে থাকা পানির ওপর বির্ভর করে রোপা আমন চাষ করে থাকেন। কিন্তু এবার আশানুরুপ বৃষ্টি না হওয়ায় আমন চাষাবাদ নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হলেও অতিরিক্ত তাপমাত্রার কারণে তা শুকিয়ে যায়। সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় অনেকের বীজতলাও নষ্ট হয়ে গেছে। সাধারণত বীজতলায় তৈরি হওয়া চারা ২৫-৩০ দিনের মধ্যে জমিতে লাগানো হয়। কিন্তু অনেক কৃষকের চারার বয়স দেড় মাস পেরিয়ে গেছে। বাধ্য হয়ে কেউ কেউ অতিরিক্ত খরচ করে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিয়ে চারা লাগানোর কাজ শুরু করেছেন।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ব্রম্মতলপাড়া এলাকার কৃষক নুরুজ্জামান জানান,‘  প্রতি বছর অল্প খরচে আমন চাষ করে থাকি। কিন্তু এবার চারা রোপণ করতে পারবো কি না জানি না। শ্রাবণ মাসের শুরুতেও তেমন বৃষ্টি নেই। দু’একদিন বৃষ্টি হলেও জমিতে পানি জমেনি। আমাদের এখানে সেচ সুবিধাও নেই। এবার মনে হয় খাওয়ার ধানও চাষ করতে পারবো না।’

প্রবীণ চাষী রহমত আলী জানান, ঋতুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। বদলে যাচ্ছে সবকিছু। বৃষ্টির সময় খরা, আবার খরার সময় বৃষ্টি। আগে আষাঢ়-শ্রাবণে দিনের পর দিন বৃষ্টি হতো। এখন বর্ষাকাল চলে যাচ্ছে কিন্তু আশানুরুপ বৃষ্টির দেখা পাচ্ছি না। আমাদের মতো ক্ষুদ্র কৃষকের পক্ষে অতিরিক্ত টাকা খরচ করে আমন ধান চাষাবাদ করা কঠিন। 

দেবীগঞ্জ উপজেলার খোঁচাবাড়ি এলাকার কৃষক উমেদ আলী জানান, নিচু জমিগুলোতে কোনও রকমে আমনের চারা রোপণ করেছি। তবে উচু জমিগুলো পড়ে আছে। যেসব জমিতে ধান লাগিয়েছি তাতে বৃষ্টিপাত না হলেও ধানের ভালো ফলন পাওয়াও কঠিন হয়ে পড়বে।

বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার কৃষক হকিকুল ইসলাম জানান, আমন রোপণের জন্য জমিতে চাষ দিয়ে রেখেছি। বীজতলা নষ্ট হওয়ার উপক্রম। পানির অভাবে আমন রোপণ করতে পারছি না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামছুল হক জানান, জেলার পাঁচ উপজেলায় মোট ৯৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু পরিমিত বৃষ্টিপাত না হওয়ায় এ পর্যন্ত নিচু জমি ও সেচ দিয়ে মাত্র ২০ হাজার হেক্টর জমিতে কৃষকরা আমনের চারা লাগাতে পেরেছে। জুলাই মাস শেষ হওয়ার পথে। এ মাসে আমনের চারা লাগানো যাবে। তবে বৃষ্টিপাত না হলে আমন চাষাবাদে কিছুটা প্রভাব পড়বে। আমরা চাষিদের সেচ দিয়ে আমনের চারা রোপণের পরামর্শ দিয়ে যাচ্ছি।

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে ৪০টি চিকিৎসা প্রতিষ্ঠান

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি