X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ০৮:১১আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১০:৫৬

নোয়াখালীতে গণপিটুনিতে নিহত ৪, পিকআপ ভ্যানে আগুন

নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরজুবলি ইউনিয়নে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত চার যুবক নিহত ও দুই জন আহত হয়েছে। এসময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত একজন ও আটককৃতদের নাম পরিচয় পাওয়া গেছে। চর আমানুল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে জাকির হোসেন (২৬) নিহত হয়েছেন। অন্য তিনজনের নাম পরিচয় জানা যায়নি। আটককৃত আহতরা হলেন, উপজেলার চরজুবিলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে হেলাল (২২) ও একই ওয়ার্ডের আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

স্থানীয় এক ইমাম জানান, কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকদিন ধরেই সুবর্ণচরের বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়ে গেছে। তিন দিন আগেও চরজুবলী থেকে সাতটি ও চরজব্বর এলাকা থেকে পাঁচটি গরু চুরি হয়। সংঘবদ্ধ চোরেরা পিকআপ ভ্যান নিয়ে রাতের অন্ধকারে এসে গরু চুরি করে। এ কারণে গ্রামে গ্রামে লোকজন পাহারা বসিয়েছে।

ওই ইমাম জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে চরজুবলীর সোয়েটার ফ্যাক্টরি সংলগ্ন সোনাপুর-স্টিমারঘাট সড়ক থেকে একটি পিকআপ ভ্যানকে গ্রামে ঢুকতে দেখা যায়। এ সময় সেখানে পাহারারত লোকজন অন্যদের ঘটনাটি জানিয়ে দেন। তারা উত্তর কচ্ছপিয়া গ্রামের জব্বর আলী পন্ডিতের দোকানের সামনের কালভার্টের ওপর গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। পিকআপ ভ্যানটি সেখানে গিয়ে আটকে যায়। নোয়াখালীতে গণপিটুনিতে নিহত ৪

স্থানীয় সূত্র থেকে আরও জানা যায়, চারদিক থেকে লোকজন আসতে দেখে পিকআপে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনের মধ্যে তিনজন পালিয়ে যান। অন্য তিনজনকে উত্তেজিত জনতা ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে ভোরের দিকে গ্রামের একটি ‘কাছারিঘরে’ লুকিয়ে থাকা আরও এক ব্যক্তিকে গণপিটুনি দিলে তিনিও মারা যান। একই সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরের এলাকা থেকে আরও অপরিচিত দুজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এসময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে আহতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পিকআপভ্যান নিয়ে গরু চুরির উদ্দ্যেশ্যে এই এলাকায় প্রবেশ করলে, স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। উত্তেজিত জনতা আগুন দিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। 

তিনি আরও বলেন, ‘এর আগেও এই এলাকায় একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এ কারণে এলাকার লোকজন পাহারা বসায়। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

নিহত চার জনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/টিআর/এফএস/

আরও পড়ুন-

বাম্পার ফলন, তবু মাগুরায় মরিচের দাম বেড়েই চলেছে

ওরসকে কেন্দ্র করে শাহজালাল মাজারের নিরাপত্তা জোরদার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ