X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বন্যা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি আছে: সাংসদ বাদশা

রাজশাহী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২২:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:৩৫

পদ্মার পাড় সংরক্ষণ কাজ পরিদর্শনে ফজলে হোসেন বাদশা রাজশাহীতে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে পদ্মা নদীর পানি। তবে বুধবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত পানি বিপদসীমার দেড় মিটার দূরে ছিল। পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা দেখা দিলে তা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘পদ্মার পানি এবার বিপদসীমা অতিক্রম করবে ধরে নিয়েই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল অফিসার ইফখার আহমেদ বলেন, ‘রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা হচ্ছে ১৮ দশমিক ৫০ মিটার। তবে পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। বুধবার সকালে পানির উচ্চতা ছিল ১৭ মিটার ও দুপুরে ১৭ দশমিক ০৬ মিটার। এছাড়া, এর আগের দিন মঙ্গলবার সকালে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৮৭ মিটার, দুপুরে ১৬ দশমিক ৯৩ মিটার ও সন্ধ্যায় ১৬ দশমিক ৯৫ মিটার।’ তিনি বলেন, ‘যেভাবে পানি বাড়ছে, তাতে দু’একদিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।’

বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর জিয়ানগর এলাকায় পদ্মা নদীর পাড় সংরক্ষণ বাঁধ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, ‘দেশের নদ-নদীতে যেভাবে পানি বাড়ছে, তাতে আমরা ধরেই নিচ্ছি এবার বন্যা প্রকট হবে। আগামী কয়েকদিনের মধ্যে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই আমরা বন্যা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘নদীর ভাঙন ঠেকাতে পর্যাপ্ত পরিমাণে জিওব্যাগ এবং ব্লক মজুত আছে। বন্যা ও ভাঙন নিয়ে রাজশাহীর মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে পদ্মা নদীর তুলনায় রাজশাহী শহরে সিটি করপোরেশনের কিছু নিচু পানি নিষ্কাশন ড্রেন আছে। বন্যা হলে সেগুলো দিয়ে পদ্মার পানি শহরে ঢোকার আশঙ্কা আছে।’

এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারাও ছিলেন। পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘নদীর পানি এখনও বিপদসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাটির নদীগুলোর পানির উচ্চতা বেড়ে গেছে। এখন ফারাক্কার সব গেট খুলে দিলে কিংবা উজানে বর্ষণ হলে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে। তখন বন্যার আশঙ্কা আছে। তবে বন্যা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘বন্যা ও ভাঙনের কবল থেকে রাজশাহী শহরকে রক্ষা করতে নগরীর রাজপাড়া থানার বুলনপুর থেকে পশ্চিমে পবা উপজেলার সোনাইকান্দি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকার পদ্মার পাড় সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ২৬৮ কোটি টাকা ব্যয়ে এখানে ব্লক বসানো হবে। পাঁচজন ঠিকাদার গত মে মাস থেকে ব্লক বানানোর কাজ করছেন। আরও চারজন ঠিকাদার অচিরেই কাজ শুরু করবেন।’

প্রকৌশলী মোখলেসুর রহমান আরও  বলেন, ‘আগামী বছরের জুনের মধ্যে বুলনপুর থেকে বসড়ি পর্যন্ত দুই হাজার ৬৫০ মিটার এলাকায় ব্লক বসানো শেষ হবে। আর পুরো কাজ শেষ হবে ২০১৯ সালের জুনের মধ্যে। এই প্রকল্পের আওতায় নদীর ৬ কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে। রাজশাহীতে প্রথমবারের মতো এই ড্রেজিং হলে পানির স্রোত শহর থেকে দূরে সরে যাবে। তখন রাজশাহী শহর পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবে।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ