X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রায় যেন না বদলায়, প্রত্যাশা নিহতদের স্বজনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ০১:৩৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০১:৩৭

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২২আগস্ট)। নিহতদের স্বজনের প্রত্যাশা বিচারিক আদালতের রায় যেন উচ্চ আদালতে বদলে না যায়। উচ্চ আদালতেও যেন সাত খুন মামলার আসামিরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পায়।

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন (ফাইল ছবি) এর আগে, চাঞ্চল্যকর সাত খুন মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন।

সাত খুন মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিম্ন আদালতে নূর হোসেন ও র‌্যাব-১১ এর চাকরিচ্যুত সিও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এমএম রানাসহ ২৬ জনের ফাঁসির রায় হয়েছে। এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে প্রত্যাশা করছি।’

নিহত আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের বাবা আব্দুল ওয়াহাব মিয়া বলেন, ‘আমরা চাই, খুনিদের ফাঁসি হোক। এরপর দ্রুত রায় কার্যকর করা হোক।’

নিহত মনিরুজ্জামান স্বপনের স্ত্রী সামসুন নাহার নুপুর বলেন, ‘নূর হোসেনের টাকায় প্রভাবিত হয়ে র‌্যাব এই হত্যাকাণ্ড ঘটালো। আমাদের সাতটি পরিবার তছনছ হয়ে গেল। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ আমি মানবেতর জীবনযাপন করছি।’ নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ জড়িতদের ফাঁসি বহাল রাখার দাবি জানান তিনি।

নিহত স্বপনের ছোটভাই রিপন বলেন, ‘ভাই হারিয়েছি। আমরা চাই, খুনিদের ফাঁসি হোক।’

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘৭ খুনের মামলায় আমরা বিচারিক আদালতের মতো উচ্চ আদালতেও আসামিদের ফাঁসি চাই। পাশাপাশি রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে দিনে দুপুরে রাস্তা থেকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ ওঠে, নূর হোসেনের পরিকল্পনায় মোটা অংকের টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা, মেজর আরিফ এ হত্যাকাণ্ড ঘটান। পরে হাইকোর্টের নির্দেশে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, একে একে ২৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। 
আরও পড়ুন: সাত খুন মামলা: হাইকোর্টের রায় আজ

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি