X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছালেই ‘কুমিল্লা হাউজে’ তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২২

কুমিল্লা হাউজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ প্রবেশের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছালেই তারা বাড়িটিতে ঢুকবেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ওই বাড়ির মালিক, মালিকের স্ত্রী, কেয়ারটেকার ও কেয়ারটেকারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওসি জানান, কুমিল্লা হাউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব এলাকায় অবস্থিত। ওই বাড়ির দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে। এরপর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দেযাল ও ছাদের একাংশ ধসে পড়ে পাশের বাড়ির ওপর ইসমাইল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বোমা বিস্ফোরণের পর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এরই মধ্যে ওই বাড়ি থেকে দগ্ধ দুই জনকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। আমরা এখন বোম্ব ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করছি। তারা এলেই বাড়িতে ঢোকা হবে।’ তিনি ইসমাইল আরও বলেন, ‘বিস্ফোরণ দেখে ধারণা করা হচ্ছে, এটি বোমার বিস্ফোরণ। এই বিস্ফোরণে যারা আহত হয়েছে, তারা জঙ্গিদের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক। সকাল ৮টার দিকে তিনি কুমিল্লা হাউজের মালিক আবুল খায়ের, তার স্ত্রী করুণা খায়ের, বাড়িটির কেয়ারটেকার শরিফুল ও তার স্ত্রী নার্গিসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই চার জনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি ইসমাইল। তিনি জানান, এই চার জনকে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন-
‘কুমিল্লা হাউজ’ থেকে ২ জনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি

মধ্যরাতে রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বিস্ফোরণ, জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও

/টিআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়