X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এক মাসে মাদকসহ ৬ কোটি টাকা মূল্যের জিনিস উদ্ধার

হিলি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০

 

এক মাসে মাদকসহ ৬ কোটি টাকা মূল্যের জিনিস উদ্ধার

হিলিসহ আশে পাশের সীমান্তবর্তী এলাকা থেকে গত এক মাসে ৬ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৬৮২ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় ৮ জনকে আটক হয়।

গত আগস্ট মাসের ১ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়ে বলে  জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ হিলিসহ আশে পাশের সীমান্ত এলাকায় গত আগস্ট মাসে সর্বমোট ২০৭টি অভিযান পরিচালনা করা হয় এতে স্বর্ণ ১.৭৯৭ কেজি, বাংলাদেশি টাকা ৩৮ লাখ ৫৬ হাজার, ভারতীয় রুপি ২০,নেশা জাতীয় ইনজেকশন ৪৯০টি, কুপিজেসিক ৩ হাজার ৯৫৪টি, বিভিন্ন ধরণের ওষুধ ৩৩০ ধরনের, সেনেগ্রা ট্যাবলেট ৫৯ হাজার ৪০টি, ডেক্সিন ট্যাবলেট ১ লাখ ১২ হাজার পিস, প্র্যাকটিন ট্যাবলেট ৬ লাখ ৪ হাজার পিস, নিউসিপ ট্যাবলেট ১ লাখ ৬৮ হাজার পিস, শাড়ি ৩৬৬টি, জিরা ১০৫ কেজি, শার্টপিচ ১৫টি, প্যান্টপিস ৪৯টি, বাইসাইকেল ১৪টি, হরলিক্স ৬৮টি, ইমিটেশন সামগ্রী ১৯৯ কেজি, কামিজ ১০টি, বাজি ১ হাজার ৩৩৪ প্যাকেট, মুরগির ডিম ৩ হাজার ৩০টি, মোটরসাইকেল ৩টি, স্টিল ৭৪.৫ কেজি, পাপড় ৮৮ কেজি, ফুসকা ৩৫১.৫৮ কেজি, কলম ৮ হাজার ৮০০ টি, শীতকালিন টুপি ১৪৫টি, পোস্তদানা ১০৩ কেজি, প্লেয়িং কার্ড ২ হাজার ৩৯৫ প্যাকেট, থান কাপড় ৩৪৬ মিটার, কারেন্ট জাল ১০০ কেজি, গরু ৫টি, ছাগল ২টি, লাল শাকের বীজ ৯৯ কেজি, পাঞ্জাবির পিস ১০টি, লবন ২ হাজার ৩৫০ কেজি, বিট লবন ২ হাজার ৯৬৯ কেজি, সিম কার্ড ১টি, বেটনোভেট ক্রম ১শ’টি, বিভিন্ন মালামাল ৭৯ প্রকার। এছাড়াও ফেন্সিডিল ৫ হাজার ৩৮৯ বোতল, মদ ৬৬ বোতল, গাঁজা ১০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৯৮ পিস উদ্ধার করা হয়। এসময় এর সঙ্গে জড়িত থাকার দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ৬ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৬৮২ টাকা। মালামালগুলো হিলি শুল্ক গুদামে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানান,এসব এলাকা দিয়ে মাদকসহ অন্যান্য পণ্যের চোরাচালান রোধে সীমান্তে গোয়েন্দা নজরদাড়ি বৃদ্ধি, টহল ব্যবস্থা জোরদাড় ও জনবল বৃদ্ধিসহ সিসি ক্যামেরা মাধ্যমে সীমান্তের কার্যক্রম পর্যবেক্ষন করা হচ্ছে।

এছাড়াও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে গত এক মাসে ৬ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৬৮২ টাকা মূল্যের মাদকসহ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

 আরও পড়তে পারেন: দাম নেই, হতাশ গাইবান্ধার চামড়া ব্যবসায়ীরা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
বাজেট ২০২৫-২৬আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
সর্বাধিক পঠিত
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে