X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

কোকেন চোরাচালান মামলায় র‌্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫

তরল কোকেন চোরাচালান মামলা (ফাইল ছবি) সূর্যমুখী তেলের সঙ্গে তরল কোকেন আমদানির আলোচিত মামলায় চোরাচালানের ধারায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নারাজি আবেদন গ্রহণ করেছেন আদালত। এছাড়াও মামলাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

রাষ্টপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার নথিপত্র এবং গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রের তথ্যের মধ্যে মিল নেই। আমাদের মনে হয়েছে নগর গোয়েন্দা পুলিশ মামলাটি যথাযথভাবে তদন্ত করেনি। তাই আমরা ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে আদালতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেছি। আদালত আজ শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন।’

এর আগে ২০১৫ সালের ১৯ নভেম্বর একই মামলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করে নগর গোয়েন্দা পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধেও নারাজি দিয়েছিল রাষ্টপক্ষ। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ৭ ডিসেম্বর ওই অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দিয়েছিলেন বিচারক।   
গত বছরের ৭ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আটকের পর সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদফতর। বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা সূর্যমুখী তেলবাহী কনটেইনারটি জাহাজে তোলা হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। পরে আদালতের নির্দেশে কনটেইনার খুলে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে ঢাকার বিসিএসআইআর ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এতে তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে।

এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় ১৯ নভেম্বর এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র‌্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। পরে এ বছরের ৪ এপ্রিল মামলায় নূর মোহাম্মদকে অভিযুক্ত করে মহানগর হাকিম আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে র‌্যাব-৭।

আরও পড়ুন:

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’র গলি থেকে দুই যুবক নিখোঁজ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?