X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করেই যমুনায় ইলিশ ধরা চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১১:৪০আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১২:০৯

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করেই সিরাজগঞ্জের যমুনা নদীতে ইলিশ ধরার অভিযোগ উঠেছে। জেলার যমুনা তীরবর্তী সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৫ হাজার জেলে ইলিশ ধরছেন বলে জানা গেছে। সবচেয়ে বেশি মা ইলিশ নিধন চলছে চৌহালী উপজেলার উমারপুর ও ভুতের মোড় এলাকায়। একই উপজেলার এনায়েতপুরেও প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, প্রতিটি উপজেলাতে দায়সারাভাবে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে। অভিযানে জব্দ ইলিশ এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় বিতরণের নামেও চলছে অনিয়ম। জব্দ ইলিশ অভিযান পরিচালনাকারীরা নিজ পরিবারের জন্য কৌশলে সরিয়ে রাখছেন বলে অভিযোগ রয়েছে।

চৌহালী সদরের বাসিন্দা আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা না থাকায় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তিনি কুলিয়ে উঠতে পারছেন না। চৌহালীর ভাটিতে ঘোড়জান, বাগুটিয়া, খাসপুকুরিয়া, খাস কাউলিয়া, উমারপুর ও ভুতের মোড় এলাকায় ব্যাপক ইলিশ ধরা পড়ছে। ভুতের মোড়ে আধা কেজি ওজনের উপরে প্রতিটি ইলিশ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাঝে-মধ্যে অভিযান চালিয়ে জেলেদের ধরে অর্থদণ্ড বা জাল পুড়িয়ে দিয়েও কোনও লাভ হচ্ছে না।

স্থানীয়রা জানান, সদরের বাহুকায় শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি ইলিশ জব্দ করেন। ওই মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার বিতরণ করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও। শহরের মালসাপাড়া কবরস্থান মাদ্রাসা ও সদর উপজেলার ছোনগাছা মাদ্রাসায় ২০ কেজি ইলিশ দেওয়া হলেও আরও ৩০ কেজির হিসাব দিতে পারেননি মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন।

বেলকুচি উপজেলায় গত ক’দিনে জব্দ ইলিশ বিতরণ নিয়েও অস্বচ্ছতা রয়েছে। ১০/১২ মণ ইলিশ দুস্থদের পাশাপাশি বিত্তবানদের পেটে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় জেলেদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ইলিশ ধরার অনুমতি দেওয়া হচ্ছে এমন অভিযোগ রয়েছে চৌহালী ও এনায়েতপুর থানা পুলিশের বিরুদ্ধে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার রায়হান বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে বেশ ক’জন জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়। ৫ হাজার ৬০০ মিটার কারেন্ট জালও পোড়ানো হয়। জব্দ করা প্রায় ৫০ কেজি ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘গত ক’দিনে উপজেলা প্রশাসনের পাশাপাশি আমরাও অভিযান চালিয়ে যাচ্ছি। জব্দকৃত ইলিশ লিল্লাহ বোর্ডিং, এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে। আমরা নিজেরা নেইনি।  আমাদের আগোচরে কেউ অনিয়ম করলে তা জানা নেই।’

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিউজ্জামান বলেন, ‘যমুনার বিস্তৃতি অনেক বড়। আগে থেকে তথ্য না পেলে সরাসরি জেলেদের ধরা কঠিন। প্রথম অবস্থায় বেশ ক’জন জেলেকে ধরে আমরা অর্থদণ্ড করে সতর্ক করে দিয়েছি। আর জব্দ ইলিশ চারটি মাদ্রাসায় দেওয়া হয়েছে।  নিজেদের নেওয়ার সুযোগ নেই।’

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘মৎস্য কর্মকর্তারাই এখানে ঠিকমতো অভিযান পরিচালনা করেন না। তারা গত ৯ দিনে কোথায় অভিযান চালিয়েছে আমরা তা জানি না। আমাদের কাছে তারা পুলিশও চায়নি। যেহেতু পুলিশ চায়নি, তাই ধরে নেওয়া যায়, তারা অভিযানও করেনি।’ 

জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘জেলার ৫টি উপজেলায় কমপক্ষে প্রায় ৫ হাজার জেলে ইলিশ মাছ ধরছে বলে আমাদের কাছে প্রায়ই তথ্য আসছে। জনবল সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পাশপাশি ওই পাঁচটি উপজেলায় প্রশাসনও পৃথক অভিযান পরিচালনা করছেন। চৌহালীতে মৎস্য কর্মকর্তা না থাকায় বেলকুচির কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গত ক’দিনে ৫টি উপজেলায় কমপক্ষে ১১০টির বেশি অভিযানে পৌনে এক মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ মৎস্য কর্মকর্তা বা কর্মচারীদের কেউই কোনোভাবেই নিজেরা যেন ভাগবাটোয়ারা করে না নেয়, এ বিষয়ে জেলা মৎস্য বিভাগ থেকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ নির্দেশ না মানে, তাহলে তার দায়দায়িত্ব তাকেই নিতে হবে।’

 

 

/এনআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
সশস্ত্র শান্তির দেশ
সশস্ত্র শান্তির দেশ
এনসিপির নেতাকর্মীদের মারধরের শিকার অধ্যক্ষকে নাশকতার অভিযোগে চালান
এনসিপির নেতাকর্মীদের মারধরের শিকার অধ্যক্ষকে নাশকতার অভিযোগে চালান
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?