X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৪:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:১৪

হুমকি বগুড়ায় চার উপজেলার ছয় চিকিৎসকের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফলে  এই পরিবারগুলোয় আতঙ্ক তৈরি হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকালের ওই ঘটনা চিকিৎসকরা সংশ্লিষ্ট থানায় অবহিত করেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. আবদুল ওয়াদুদ বুধবার (১১ অক্টোবর) হুমকির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেসব ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সে সব নম্বর পরবর্তীতে বন্ধ পাওয়া গেছে।’  

যাদের হুমকি দেওয়া হয়েছে তারা হলেন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন ও অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিদুল কবির, নন্দীগ্রামের বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বলরাম কুমার সাহা এবং নন্দীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. আবদুল ওয়াদুদ বলেন, ‘গত শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ছয় চিকিৎসকের কাছে মোবাইল ফোনে কল আসে। ফোন ধরলে ওপাশ থেকে নিজেকে সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দেয় এক ব্যক্তি। সে জানায়, প্রতিপক্ষ ও প্রশাসনের হামলায় তাদের অনেক সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রয়োজন। তারা বিকাশ নম্বর দিয়ে আধা ঘণ্টার মধ্যে টাকাগুলো পাঠাতে বলে। না হলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়।’

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ‘গত শনিবার ঘটনাটি ঘটলেও কয়েকদিন পোপন রাখা হয়েছিল। বুধবার(১১ অক্টোবর) ঘটনা জানাজানি হয়েছে। স্থানীয় থানা ছাড়াও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এছাড়া সর্বহারা পরিচয়ে যেসব নম্বর দিয়ে ফোন ও বিকাশ করতে বলা হয়েছিল পরে সেসব নম্বর বন্ধ পাওয়া যায়। এছাড়া ট্র্যাকিং করে একটি সিম ঢাকার সাভার এলাকার বলে জানা গেছে।’

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান আমাকে হুমকির ঘটনা জানানোর পরপরই ব্যবস্থা নিয়েছি। ঢাকার সাভার এলাকা থেকে প্রতারকরা নম্বর সংগ্রহ করে খারাপ কোনও উদ্দেশ্যে ফোন করেছিল বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘বিকাশ নম্বরের মাধ্যমে তারা টাকা দাবি করেছিল। পরবর্তীতে আর কোনও ফোন আসেনি।’

আরও পড়ুন: বগুড়ায় সর্বহারা পার্টির পোস্টারিং নিয়ে আতঙ্ক

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!