X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বছরের ৯ মাসই পানির নিচে স্কুল মাঠ!

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
১৭ অক্টোবর ২০১৭, ১০:৪৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১০:৪৬

বছরের ৯ মাসই পানির নিচে স্কুল মাঠ! নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকে। ফলে বছরের পর বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, স্কুলের মাঠটি বছরের ৯ মাস পানির নিচে থাকলেও সেটা সংস্কারে নজর দেন না কর্তৃপক্ষ। শতবর্ষী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম হুরমত আলী। ১৮৮৫ সালে তৎকালীন সময়ে অবহেলিত এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজের প্রায় ৬০ শতাংশ জমি দান করেন তিনি। বিদ্যালয়ে দুই শিফটে প্রতিদিন প্রায় ১৫৫ জন শিক্ষার্থীরা পড়াশুনা করেন। কিন্তু ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে এখনও আধুনিকতার কোনও ছোঁয়াই লাগেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মনোয়ারা খাতুন বলেন, ‘বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের ঘরে বন্দি হয়ে একঘেয়েমী পরিবেশে পড়াশুনা করতে হয়। কারণ পানির নিচে থাকায় স্কুলের মাঠে তারা খেলতে পারে না। অন্যদিকে আমরাও শিক্ষার্থীদের নিয়ে কোনও সমাবেশের আয়োজন করতে পারি না। ফলে শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত বিদ্যালয়ের এই মাঠ সংস্কার করা প্রয়োজন।’

বিদ্যালয়ের  শিক্ষার্থী শেফালী আক্তার জানান, আমাদের বিদ্যালয়ের মাঠটি সারা বছর পানির নিচে থাকে। তাই আমরা অবসর সময়ে  খেলাধুলা করতে পারি না। আমাদের মাঠটি ঠিক করে দেওয়া হোক।

শিক্ষার্থী মো. রকিব হাসান জানান, বিদ্যালয়ে আমাদের বন্দি হয়ে থাকতে হয়। আমরা কোনও সমাবেশ করতে পারি না। আমরা বিদ্যালয়ে এসে নিয়মিত খেলাধুলা করতে চাই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান বলেন, ‘মাঠ সংস্কারের কাজ উপজেলা পরিষদের। আমি বিষয়টি একাধিকবার উপজেলার পরিষদের বিভিন্ন সভায় তুলেছি কিন্তু আজ পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব বলেন, ‘বিদ্যালয়ের মাঠ সংস্কার করার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ এলেই এই মাঠ সংস্কার করা হবে।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস বলেন, ‘প্রয়োজনের তুলনায় উপজেলার বরাদ্দ খুবই কম। ফলে অনেক কিছু করতে চাইলেও আমরা করতে পারি না। আমি চেষ্টা করছি। বরাদ্দ পেলেই মাঠের সংস্কার কাজ করবো।’

আরও পড়ুন:

অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!
অ্যাকর্ড’কে আর কতদিন সঙ্গে রাখবে বিজিএমইএ?

সকাল ৬টার মধ্যে বর্জ্য অপসারণ: প্রস্তুত নয় দুই সিটি করপোরেশন

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা