X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য ভারত থেকে লাশ হয়ে ফিরলো সুমি

কুমিল্লা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৬:৪৪আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:৫৮

লাশ

মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেম করে, পরিবারের অমতে ভারতে গিয়ে নাজমুল হাসান নামে এক যুবককে বিয়ে করেন কুমিল্লার সুমি।  কিন্তু বিয়ের পর এক মাস যেতে না যেতেই লাশ হয়ে দেশে ফিরতে হল সুমিকে। রবিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার আন্তর্জাতিক সীমারেখায় বিজিবির কাছে সুমি লাশ হস্তান্তর করে বিএসএফ। শশীদল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সুজানগর এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে। তার স্বামী ভারতের ত্রিপুরা রাজ্যের কলমচুড়া থানার রহিমপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে নাজমুল হাসান।

তিনি জানান,ভারতের কলমচুড়া থানা পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে সুমির লাশ হস্তান্তর করে ভারতের আশাবাড়ীর বিএসএফ সদস্যরা। এসময় তিনিসহ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৬০ ব্যাটালিয়ন বিজিবির নন কমিশনার অফিসার মেহেদী হাসান ও ব্রাহ্মণপাড়া থানার এস আই সুনীল। অপরদিকে ভারতের পক্ষে আশাবাড়ী বিএসএফ ক্যাম্প কমান্ডার এস কে মিতু ও কলমচুড়া থানার পুলিশ উপস্থিত ছিল।

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী আশাবাড়ীর এলাকার লোকজন ও সুমির স্বজনরা জানান, পরিবারের অমতে এক মাস আগে ভারতের নাজমুল হাসান ও কুমিল্লার সুমি আক্তারের (২২)বিয়ে হয়। এর আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ভারতে গিয়ে নাজমুলকে বিয়ে করে সুমি। বিয়ের এক সপ্তাহ পর থেকেই নাজমুল সুমিকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে ও মারধর শুরু করে। এক পর্যায়ে সুমি সুখের কথা ভেবে তার স্বজনরা নাজমুলকে ৫০ হাজার টাকা দেয়। এরপরও নাজমুল সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যেতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে সুমি গত ১৮ নভেম্বর বিকেলে আশাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। এসময় তার স্বামী ও মামা শ্বশুর আব্দুল জলিল বাংলাদেশের সীমানা থেকে ধরে নিয়ে ভারতের সীমানায় বেদম মারধর করে। পরে বস্তাবন্দী করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশের সীমানায় ফেলে দেওয়ার চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের দেখে ফেলায় নাজমুল ও তার মামা আব্দুল জলিল পালিয়ে যায়। বিএসএফ ঘটনাস্থল থেকে সুমিকে উদ্ধার করে ভারতের বক্সনগর সরকারি হাসপাতালে নেওয়ার পথেই সুমি মারা যায়। পরে ভারতে ময়নাতদন্ত শেষে স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। এরপর রবিবার সুমির লাশ বাংলাদেশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে শশীদল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান বলেন,‘ময়নাতদন্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে। আমরা ওই দিনেই সুমির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’

আরও পড়ুন: বগুড়ায় বাড়িতে ঢুকে ভাইসহ চাচা-চাচিকে কুপিয়ে আহত 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু