X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাড়িতে ঢুকে ভাইসহ চাচা-চাচিকে কুপিয়ে আহত

বগুড়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৫:২২আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:৩৫

এই বাড়ির গ্রিল কেটে ভাইসহ চাচা-চাচিকে কুপিয়েছে ভাতিজা

বগুড়ায় আরেফিন সুলতান শাওন (২৬)নামে এক তরুণ বন্ধুকে নিয়ে বাসার গ্রিল কেটে স্কুল ছাত্র চাচাতো ভাইসহ চাচা-চাচিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার সকালে শহরের নারুলী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। হামলার শিকার পরিবার ও হামলাকারীরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ধারালো অস্ত্র, গ্রিলকাটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। দুপুরে এ খবর পাঠানো পর্যন্ত কোনও মামলা হয়নি। ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিতেই এ হামলা হয়েছিল।

আহতরা হলেন, বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের  ছেলে এ বি এম কামরুজ্জামান আঙ্গুর (৫৮), তার স্ত্রী মোছা.রানী (৫০), তাদের সপ্তম শ্রেণীতে পড়ুয়া সন্তান মো. সৌখিন (১৪)। হামলাকারী ভাতিজা একই এলাকার মাহফুজুর রহমান লেবুর ছেলে আরেফিন সুলতান শাওন (২৬) ও তার সঙ্গি পাতিতাপাড়ার আবদুল মান্নানের ছেলে শাকিল আহমেদ (২৭)।

বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, কামরুজ্জামানরা ছয় ভাই। অপকর্মের কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের এক ভাই লেবুর দুই ছেলে কানন ও শাওনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাদের বের করে দেওয়ায় ব্যাপারে কমারুজ্জামানের ভুমিকাই বেশি ছিল।

পুলিশ কর্মকর্তা আরও জানান, সম্ভবত এর প্রতিশোধ নিতেই মঙ্গলবার সকাল ৭টার দিকে ভাতিজা শাওন ও তার বন্ধু শাকিল গ্রিল কেটে তার বাড়িতে ঢুকে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কামরুজ্জামান তার স্ত্রী রানী ও ছেলে সৌখিকে জখম করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শাওন ও শাকিলকে আটক করে গণধোলাই দেন। পরে আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ৩টি ধারালো অস্ত্র, গ্রিলকাটার, প্যাথেডিন ইঞ্জেকশন ও সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শাওন জানান, বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিতেই তারা গ্রিলকেটে চাচার বাড়িতে ঢুকেছিলেন।

আহত কামরুজ্জামানের ভাই ওবাইদুর রহমান পেস্তা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভাইয়ের (আঙ্গুর) বাড়িতে ডাকাতি হয়েছে এমন খবর শুনে এসেছেন। এসেই দেখেন ভাই আঙ্গুর, ভাবি রানী ও ভাতিজা সৌখিন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাদের দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র জানান, আহত ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। দুই হামলাকারীকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বেলা ১টায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে বাজার, দেড় হাজার কেজি মাছ জব্দ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা