X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘স্মার্ট বাইক সিস্টেম’ উদ্ভাবককে পুলিশের মোটরসাইকেল উপহার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০১ ডিসেম্বর ২০১৭, ১২:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১২:৪২

রিয়াতের হাতে মোটরবাইকের চাবি তুলে দেন এসপি মেহেদুল করিম

হেলমেট না পড়লে স্টার্ট নেবে না মোটরসাইকেল, স্টার্টের চেষ্টা করা হলে বাইক থেকে স্বয়ংক্রিয়ভাবে হেলমেট পড়তে অনুরোধ জানানো হবে। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও হেলমেটের সেন্সরে সে গন্ধ ধরা পড়বে এবং থেমে যাবে বাইক- এমনই এক সিস্টেম উদ্ভাবন করেছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান রিয়াত। বাইকের এই ‘স্মার্ট সিস্টেম’-এর উদ্ভাবককে অনুপ্রাণিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (৩০ ন‌ভেম্বর) ‘স্মার্ট বাইক সিস্টেম’ এর উদ্ভাবক রিয়াতের হা‌তে মোটরসাই‌কে‌লের চা‌বি তু‌লে দেন কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার মো. মে‌হেদুল ক‌রিম। অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো.‌মেনহাজুল আলম বাংলা ট্রি‌বিউন‌কে বিষয়‌টি  নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মো.‌ মেনহাজুল আলম  বাংলা ট্রি‌বিউন‌কে বলেন, ‘সম্ভাবনাময় ও প্রতিভাবান এই উদ্ভাবককে ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে পু‌লিশ ডে’‌তে কৃতী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়েছে। তার এই ‘স্মার্ট বাইক সি‌স্টেম’ প্রকল্পটি যাতে দ্রুত জনহিতকর কাজে ব্যবহার করা যায় এবং সে এটিকে আরও উন্নত করার গবেষণা চালাতে পারে সেজন্য  পুলিশের পক্ষ থেকে তাকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে। কারণ এই প্রকল্পটির সফল গবেষণার জন্য একটি বাইক খুব প্রয়োজন ছিল তার।’

এ ব্যাপারে রিয়াত জানান, ‘এ উপহার আমাকে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করবে। পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

হেলমেট ও বাইকে সেন্সর সংযোগের মাধ্যমে ‘স্মার্ট বাইক সিস্টেম’

উল্লেখ্য, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র মতিউর রহমান রিয়াত এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন। তার বাড়ি দিনাজপুরে। তার বাবা একজন স্কুলশিক্ষক। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে বাধ্য করা যায় কিনা-এমন চিন্তা থেকেই ‘স্মার্ট বাইক সিস্টেম’ না‌মে নতুন এ প্রযুক্তির উদ্ভাবন করেছেন এ তরুণ। এ নিয়ে হেলমেট না পরলে চলবে না মোটরবাইক শি‌রোনা‌মে  গত ১ ন‌ভেম্বর এক‌টি প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রে বাংলা ট্রি‌বিউন।

রিয়া‌তের উদ্ভা‌বিত ‘স্মার্ট বাইক সিস্টেমে’ চালক হেলমেট না পরলে কোনোভাবে মোটরসাইকেল স্টার্ট করা যাবে না। এমনকি নেশাগ্রস্ত অবস্থাও মোটরসাইকেল চালানো যাবে না। যেহেতু হেলমেট ছাড়া বাইক স্টার্ট হবে না, তাই চুরি হওয়া থেকেও রক্ষা করা যাবে। মাত্র এক হাজার টাকা খরচ করে হেলমেটের সঙ্গে এ ধরনের সেন্সর যুক্ত করে এ অভিনব সিস্টেমের উদ্ভাবন করেছেন রিয়াত। ইন্সস্টিটিউট পর্যায়ের ‘স্কিলস কম্পিটিশন-২০১৭’-তে রিয়াতের উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ প্রথম স্থান অধিকার করেছে। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল