X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সাভারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সাভার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৩৪

নিহতের স্বজনদের আহাজারি

সাভারে পরকিয়ার সন্দেহে অন্তঃসত্বা স্ত্রীকে (২২) গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত গৃহবধূর নাম কল্পনা আকতার। তার হত্যাকারী স্বামীর নাম হোসেন আলী। সে জামসিং এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হোসেন আলীর সঙ্গে এক বছর আগে আশুলিয়ার তৈয়তপুর এলাকার বাছেদ মিয়ার মেয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বড় ভাই আবুল কাসেমের সঙ্গে তার স্ত্রীর পরকিয়া শুরু হয় বলে হোসেন আলীর অভিযোগ। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে হোসেন তার স্ত্রীকে কক্ষের ভেতরে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়াও র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে নিহত গৃহবধূর মা মাহমুদা বেগম বলেন, ‘তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ ভাইয়ের সঙ্গে পরকিয়ার কারণে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে আটক হোসেন আলী পুলিশের কাছে স্বীকার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 আরও পড়ুন: ফেনীতে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা