X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ১০:১০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:১৬

 

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.লৎফর রহমান বাবুর বিরুদ্ধে তার ইউনিয়নের ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) কার্ডধারী এক নারীর বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গামোড় ইউানয়নের গ্রামের কল্যানী রানীর নামে একটি ভিজিডি কার্ড রয়েছে যার নম্বর-০০০৭৭। গত ১০ মাস ধরে ওই কার্ডের বিপরীতে চাল উত্তোলন করা হলেও কল্যানী রানী সেই চাল পাননি বলে লিখিত অভিযোগপত্রে দাবি করেছেন। এ নিয়ে তিনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে চেয়ারম্যান তা অস্বীকার করেন এবং কল্যানী রানীকে গালিগালাজ করেন। পরে এ বিষয়ে কল্যানী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করে কোনও প্রতিকার না পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের ফেব্রয়ারি মাসে উপজেলায় ভিজিডি কর্মসূচীর জন্য উপকারভোগী মহিলা নির্বাচনের সংশোধিত তালিকা চূড়ান্ত করা হয়। এতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ০০০৭৭ কার্ডধারী প্রতিমা নামে এক নারীকে এলাকায় অনুপস্থিত দেখিয়ে তার জায়গায় ৬নং ওয়ার্ডের রামরাম সেন গ্রামের দিনোনাথ রায়ের স্ত্রী কল্যানী রানীর নাম অন্তর্ভুক্ত করে সংশোধিত তালিকা অনুমোদন করা হয়। কিন্তু ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কল্যানী রানীর নামে ইস্যুকৃত ভিজিডি কার্ডের বিপরীতে প্রতি মাসে ৩০ কেজি চাল উত্তোলন করা হলেও সেই চাল কল্যানী রানী পাননি বলে অভিযোগ করেছেন।

কল্যানী রানী বলেন, আমার নামে কার্ড থাকলেও আমি আজ পর্যন্ত সেই কার্ড হাতে পাইনি। চেয়ারম্যান ১০ মাস ধরে আমার নামে চাল তুলে খাচ্ছে। আমি এর বিচার চাই, আমার নামে তোলা এতোদিনের সব চাল ফেরত চাই।

এ বিষয়ে ৬নং ইউপি সদস্য আবু মূসা বলেন, কল্যানীর নামে ভিজিডি কার্ডের চাল উত্তোলন নিয়ে অনেকবার আমি নিজেও চেয়ারম্যানকে বলেছি কিন্তু তিনি শোনেননি। এ বিষয়ে ইউএনও স্যার চেয়ারম্যানকে বললেও তিনি তাতে কর্ণপাত করেননি। তিনি ৯ মাস কল্যানীর নামে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আমি কল্যানীর কার্ড তাকে ফেরত দিতে বললেও তিনি তা করেননি।

এ বিষয়ে জানতে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.লৎফর রহমান বাবুর ফোনে একাধিকবার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো বলেন,‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ওই নারী আমার দফতরে আসলে আমি এর সমাধান করে দেবো। ঘটনা সত্যি হয়ে থাকলে চেয়ারম্যান ক্ষতিপূরণ হিসেবে ওই নারীর নামে উত্তোলনকৃত চাল ফেরত দিতে বাধ্য থাকবেন।’

কল্যানী রানীর নামে ইস্যুকৃত ভিজিডি কার্ডে সুবিধাভোগীর ছবি ও স্বাক্ষর ছাড়া অনুমোদনের কারণ জানতে চাইলে কোনও উত্তর দেননি এই কর্মকর্তা।

মৌখিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, বিষয়টি অনেকদিন আগে শুনে সমাধানের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলাম। আবার খোঁজ নিয়ে সমাধানের আশ্বাস দেন ইউএনও।

অভিযোগপত্র এখনও হাতে পাননি জানিয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, অভিযোগপত্র হাতে পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক