X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শীতের সবজির ভালো দাম পেয়ে খুশি শ্রীপুরের চাষি

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৯ জানুয়ারি ২০১৮, ১৮:১৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

শীতের সবজির বাম্পার ফলন (ছবি- প্রতিনিধি)

অতিবৃষ্টি ও বন্যার কারণে গত দুই মৌসুমে ফলন ভালো হয়নি, তবে এবার সেই ক্ষতি কাটিয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুরে কৃষকেরা। শ্রীপুরে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় ওই এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১২শ’ ৮৬ হেক্টর জমিতে এবার শীতকালীন সবজি চাষ হয়েছে। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, লাউ, টমেটো ও বিভিন্ন জাতের শাক রয়েছে। গত কয়েক বছর ধরে কৃষকদের কিটনাশকমুক্ত সবজি চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই এবার সবজির বাম্পার ফলন হয়েছে।

সূত্র আরও জানায়, গত কয়েক বছর ধরে দেশে কোনও হরতাল-অবরোধের মতো কর্মসূচি না থাকায় পণ্য পরিবহনে কৃষকের বাড়তি ভাড়া দিতে হচ্ছে না। এছাড়া বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। গাজীপুর ও মাওনা চৌরাস্তার কয়েকটি আড়ৎ হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে শ্রীপুরে উৎপাদিত সবজি।

শ্রীপুরের মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে ভাড়ায় ২৫ বিঘা জমি নিয়ে তাতে বাঁধাকপি চাষ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিল্লুর রহমান। ২০১২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বিভাগ থেকে অবসর নিয়ে একই বিভাগের মেজর (অব.) তানভীর হায়দারের কিটনাশকমুক্ত সবজি চাষ দেখে উৎসাহিত হয়ে জিল্লুর রহমান কৃষিতে বিনিয়োগ করেন। প্রথমে পেঁপে চাষের মাধ্যমে কৃষিকাজ শুরু করেন। আর চলতি মৌসুমে বাঁধাকপির চাষ করেছেন। জিল্লুর রহমান জানান, প্রায় লক্ষাধিক বাঁধাকপি চাষ করেছেন, যা এখন বিক্রির উপযোগী। লক্ষাধিক বাঁধাকপি চাষে তার খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। বাজারে সবজির দাম ভালো। তাই তিনি আশা করছেন, তার লাভের অঙ্ক পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

মুলাইদ গ্রামের কৃষক সিরাজউদ্দিন জানান, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের টানা অবরোধের সময় তার ক্ষতি হয়েছিল তিন লাখ টাকা। এবার ৭ বিঘা জমিতে লাউ ও ফুলকপি চাষ করেছেন তিনি। দেড় লাখ টাকা খরচ হয়েছে তার। ইতোমধ্যে তিনি লাখ টাকার সবজি বিক্রি করেছেন। আরও একলাখ টাকার সবজি বিক্রির আশা করছেন তিনি।

গোদারচালা গ্রামের গৃহবধূ কমলা আক্তার। তিনি নিজের শ্রমেই বাড়ির পাশের অব্যবহৃত ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। এখন পর্যন্ত বাজারে ৫০ টাকা দরে প্রায় আটশ’ পিচ লাউ বিক্রি করেছেন। মাচা তৈরি ও আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে তার ইতোমধ্যে ২০ হাজার টাকা আয় হয়েছে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ জানান, কিটনাশকমুক্ত ও বিজ্ঞানভিত্তিক উপায়ে সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে। ভালো দাম ও সবজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়চ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদ উল হাসান জানান, কৃষি বিভাগের নজরদারিতে শ্রীপুরে উৎপাদিত সবজির বেশিরভাগই কিটনাশকমুক্ত। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। এদিকে, বাজারে দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী