X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘না.গঞ্জের সংঘর্ষে অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ব্যবস্থা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:০৩

সংঘর্ষের সময় নিয়াজুল ইসলাম নামে যুবদলের নেতা পরিচয় দানকারী একজনের হাতে অস্ত্র (ফাইল ছবি)

নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মঈনুল হক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার তার নিজ কার্যালয়ে সংবাদকর্মীদের একথা জানান। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত আইভী বা শামীম ওসমানের পক্ষ থেকে কোনও মামলা হয়নি বলেও জানান তিনি।

পুলিশের বিরুদ্ধে উঠা পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে মঈনুল হক দাবি করেন, ‘পুলিশ নিরপেক্ষভাবেই নিজেদের দায়িত্ব পালন করেছিল। সেজন্যই ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল।’ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দারকে প্রধান করে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এদিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ