X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কবিরাজকে দশ টুকরা করে লাশ গুমের চেষ্টা, গ্রেফতার ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৮:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫

গ্রেফতার

কেরানীগঞ্জে ‘ভণ্ড’ কবিরাজকে হত্যা ও দশ টুকরা করে লাশ গুমের চেষ্টায় তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঘটনার ২১ দিন পর গ্রেফতার আসামিরা হলেন, নজরুল ইসলাম (৩০), সালাহ উদ্দিন (২৮) ও মাকসুদা আক্তার লাকি (৪০)। কেরানীগঞ্জের বেউতা এলাকায় আসামিরা কবিরাজ মফিজুর রহমান মফিজকে হত্যার পর ১০ টুকরা করে লাশ গুমের চেষ্টা করা হয়।

সংবাদ সম্মেলন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (অপরাধ) জানান, মালেশিয়া প্রবাসী আল-আমিনের স্ত্রী এক সন্তানের জননী মাকসুদা আক্তার লাকি আরও সন্তান লাভের আশায় সাভারের ভাকুর্তা বটতলা বাজারের কবিরাজ মফিজের কাছে যায়। ওই কবিরাজ তাকে চিকিৎসার নামে প্রতারণার পর ধর্ষণ করে। এর পর থেকে কবিরাজ তার পরিবারের সদস্যদের ক্ষতির ভয় দেখিয়ে প্রায়ই মাকসুদাকে ধর্ষণ করতো। কবিরাজের হাত থেকে বাঁচার চেষ্টা করে বার বার ব্যর্থ হয় মাকসুদা। শেষ পর্যন্ত মাকসুদা ঘটনাটি তার দেবর সালাহ উদ্দিন ও নজরুলকে জানায়। পরে তিন জন মিলে কবিরাজকে হত্যার পরিকল্পনা করে। গত ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে কবিরাজ মফিজ তার কেরানীগঞ্জের বেউতা এলাকার বাড়িতে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় লাকি কৌশলে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খেতে দেয়। পরে ভাত ও গরুর মাংসের সঙ্গে আরও ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেয়। খাওয়ার পর কবিরাজ ঘুমিয়ে গেলে মাকসুদা তার দেবর নজরুল ও সালাহ উদ্দিনকে ডেকে আনে। তারা গলায় শাড়ি পেচিয়ে কবিরাজকে শ্বাসরোধ করে হত্যা পর লাশ ১০ টুকরা করে পলিথিনে মুড়িয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। গত ২ জানুয়ারি বেউতা এলাকায় জনৈক আক্তারে মাগুর মাছের খামারে ভাসমান অবস্থায় কবিরাজের খণ্ডিত দেহ ও  হা-পা উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। গত ৫ জানুয়ারি মামলাটি ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১৭ জানুয়ারি নিমতলি ব্রিজের পাশ থেকে তার মস্তক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সাভার থানায় কবিরাজের ভাই শাহিনের করা একটি নিখোঁজ জিডির সূত্র ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবির পুলিশের ওসি শাহজামান, ওসি তদন্ত মো. নাজমুল হাসান ও এসআই মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি শাহজামান  মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, ডিবির ওসি তদন্ত মো. নাজমুল হাসান প্রমুখ।

আরও পড়ুন: প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রীকে কোপালো বখাটে



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট