X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইজিবাইক চালক হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাত জনের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১৪:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:১৪

ইজিবাইক চালক হত্যা মামলায় দণ্ডিতরা গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক চালক আব্দুল হামিদ হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাত জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জানুয়ারি) সকালে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই রায় দেন।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিউকিউটর (পিপি) অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ একথা জানিয়েছেন।

রায়ে গাজীপুরের কালীগঞ্জের বড়নগর গ্রামের আঙ্গুর খানের ছেলে মাসুমকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আঙ্গুর খান (৫০) ও তার দুই ছেলে সুমন (২৫) ও রজন (২২), একই এলাকার মজিব ওরফে মজিবুল হক (২৪), আকবর আলী (৫৪) এবং হৃদয়কে (২০) পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, ২০১৫ সালের ৮ মার্চ সকালে কালীগঞ্জের চান্দাইয়া গ্রামের বড়নগর এলাকায় আব্দুল হামিদের ইজিবাইকের সঙ্গে ও আঙ্গুর খানের ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে হামিদ ও আঙ্গুরের মধ্যে  মারামারি হয়। এসময় হামিদকে খুন করার হুমকি দিয়ে চলে যায় আঙ্গুর। পরে হামিদ কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আঙ্গুরের বাড়ির সামনে যায়। আঙ্গুর তার লোকজন নিয়ে রড ও লাঠি দিয়ে হামিদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাসুম পেছন থেকে হাতুড়ি দিয়ে হামিদের মাথার আঘাত করে। পরে এলাকাবাসী হামিদকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ রাতে হামিদ মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে এসআই তরিকুল ইসলাম সাতজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন। আর আসামিপক্ষে ছিলেন হুমায়ুন কবির ও কাউসার সিকদার।

 

 

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ