X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদলের প্রতিবাদ মিছিলে পুলিশি বাধা

বরিশাল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৪

বরিশালে যুবদলের মিছিলে বাধা দেয় পুলিশ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদল আলাদা আলাদাভাবে প্রতিবাদ সভা করেছে। তবে উভয় সংগঠনের মিছিলেই বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা প্রতিবাদ সভা আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আলি আহম্মদ।
সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আইনজীবী আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি নেতা মহসিন মন্টু, সিনিয়র আইনজীবী মসিউল ইসলাম তাহের, বরিশাল কোতয়ালি বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির বিক্ষোভ সভা শেষে বিক্ষোভকারীরা মিছিল করে জেলা জজ আদালত গেটের সামনে পৌছলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়ে মিছিল পণ্ড করে দেয়।
এর আগে, রবিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে যুবদল।
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খাঁন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, মাওলা রাব্বি শামীম, সদর কোতয়ালি যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন, সাধারণ সম্পাদক কালাম হোসেন, বাবুগঞ্জ যুবদল সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় যুবদল নেতারা বলেন, বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার দেশে গুম, খুন ও পুলিশ দিয়ে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করে দমাতে পারেনি। তাই মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। তারা আবার ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় বসার আপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুবদল নেতারা আরও বলেন, স্বাধীনতার পর ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন খাতে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিচার দেশের জনগণ নিশ্চয়ই একদিন করবে।
প্রতিবাদ সভা শেষে যুবদল কর্মীরা রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ হলের গেটের সামনে বাধা দিয়ে মিছিল পণ্ড করে দেয়।
আরও পড়ুন-
কলাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ: ১৩ মাস পর এক আসামি গ্রেফতার

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে