X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

৩ বছরে মাগুরা পাসপোর্ট অফিসের আয় বেড়ে ৪ গুণ

মাগুরা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১৪

মাগুরা পাসপোর্ট অফিস গ্রাহক সেবা বাড়ার সঙ্গে সঙ্গে মাগুরা পাসপোর্ট অফিসের রাজস্ব আয়ও প্রতিবছরই বেড়ে চলেছে। গত চার বছরে এই রাজস্ব আয় বেড়ে হয়েছে চার গুণেরও বেশি। পাসপোর্ট অফিসের কর্মকর্তারাই বলছেন, রাজস্ব আয়ে এমন প্রবৃদ্ধি তারা নিজেদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালে যাত্রা শুরু করে মাগুরা পাসপোর্ট অফিস। ওই বছরের রাজস্ব আয় ছিল এক কোটি ৪১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা। পরের বছরই এই আয় প্রায় তিন গুণ হয়ে যায়। ওই বছরের রাজস্ব আয় ছিল চার কোটি ৯ লাখ ৩৪ হাজার ৩৬৫ টাকা। ২০১৬ সালেও রাজস্ব আয় বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। ওই বছরে আয় হয় চার কোটি ৭৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
সর্বশেষ ২০১৭ সালে আরেকবার রাজস্ব আয়ে উল্লম্ফন দেখায় মাগুরা পাসপোর্ট অফিস। সদ্যসমাপ্ত এই বছরে আয় ছিল ছয় কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ২২৫ টাকা। সব মিলিয়ে তিন বছরের ব্যবধানে মাগুরার এই পাসপোর্ট অফিসের রাজস্ব আয় বেড়ে হয়েছে সাড়ে চার গুণেরও বেশি। আর এই সময়ে এই অফিসের মোট রাজস্ব আয় ১৬ কোটি ৭৫ লাখ ৪০ টাকা।
স্থানীয়রা বলছেন, মূলত গ্রাহকবান্ধব সেবার কারণেই মাগুরার এই পাসপোর্ট অফিসের রাজস্ব আয় এভাবে বাড়ছে। পাসপোর্ট অফিসে নেই দালালদের দৌরাত্ম্য, খুব সহজেই সবাই সেবা পান এই অফিস থেকেই। ফলে অনেকেই আছেন, এই মুহূর্তে প্রয়োজন না থাকলেও সুবিধামতো সময়ে পাসপোর্ট করিয়ে নিচ্ছেন। আর এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি এসেছে বলে মনে করছেন তারা।
মাগুরা পাসপোর্ট অফিসে চলছে সেবাদান স্থানীয় স্কুলশিক্ষিকা ফাতেহা নুরানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে, আমাদের পাসপোর্ট করতে যেতে হতো যশোরে। পাসপোর্ট পেতে সময় লাগতো মাসখানেক। দালালের অত্যাচার তো ছিলই। কিন্তু মাগুরা পাসপোর্ট অফিসে আবেদন তরে ১০ দিনের মধ্যেই পাসপোর্ট পেয়েছি। কোনও ঝামেলা পোহাতে হয়নি আমাদের। মাগুরা পাসপোর্ট অফিসের এই সেবা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত।’
মাগুরা শিল্প ও বণিক সমিতির পরিচালক রসুল মীর বলেন, ‘মাগুরার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বর্তমানে ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ সহজেই পাসপোর্ট পাচ্ছেন। এতে করে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন ব্যবসায়ীরা। জেলার ব্যবসা-বাণিজ্যে এসেছে নতুন গতি।’
বেসরকারি উন্নয়ন সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি। মাগুরা পাসপোর্ট অফিসের বিপুল পরিমাণ রাজস্ব আয় সেই স্বপ্নের এক ইতিবাচক ইঙ্গিত। কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় প্রতিদিনই বাড়ছে মাগুরা পাসপোর্ট অফিসের গ্রহক সংখ্যা।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা সবসময়ই গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। সেবা দেওয়ার এই মানসিকতাই আমাদের সাফল্যের একমাত্র কারণ। মাগুরা একটি ছোট্ট জেলা। জেলার লোকসংখ্যার তুলনায় পাসপোর্ট অফিসের রাজস্ব আয়ের পরিমাণ অনেক বেশি।’
আরও পড়ুন-
রায়ের দ্রুত বাস্তবায়ন চান রূপার স্বজনরা
নেতাকে মারধরের অভিযোগে রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস