X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ৯ উপজেলা প্রশাসন চালাচ্ছেন নারীরাই

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৮ মার্চ ২০১৮, ০৪:১৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৩:২১

টাঙ্গাইলের ৯ উপজেলার ইউএনও ও জেলা শিক্ষা কর্মকর্তা (ছবি- প্রতিনিধি)

টাঙ্গাইলে মোট উপজেলা ১২টি। এর মধ্যে ৯টিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন নারীরা। তারা দক্ষতার সঙ্গে উপজেলা প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাচ্ছেন। এছাড়া, বাল্যবিয়ে-যৌতুক বন্ধের পাশাপাশি নিজ নিজ উপজেলাকে মাদক-দুর্নীতি-জঙ্গিমুক্ত রাখতে ভূমিকা রাখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলায় জিনাত জাহান, নাগরপুরে আসমা শাহীন, কালিহাতীতে শাহীনা আক্তার, মির্জাপুরে ইসরাত সাদমীন, সখীপুরে মৌসুমী সরকার রাখী, গোপালপুরে দিলরুবা শারমিন, বাসাইলে শামছুন নাহার স্বপ্না, ধনবাড়ীতে আরিফা সিদ্দিকা ও দেলদুয়ারে সাবিনা ইয়াসমিন ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সপ্তাহেই ঘাটাইলে ইউএনও হিসেবে যোগদান করবেন দিলরুবা আহম্মেদ। তিনি এর আগে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

এসব নারী ইউএনও’দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠ প্রশাসনের কাজের সমন্বয় ও তদারকি, জেলার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন তারা। স্ব-স্ব উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দেখভালও করতে হয় তাদের। এছাড়া, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি এবং বাস্তবায়নে তারা ভূমিকা রাখছেন। তারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, সরকারের স্থায়ী আশ্রয়ণ, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অসহায় মানুষদের সহায়তায় কাজ করেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসনের শীর্ষপদে থাকা এই নারীরা আরও জানান, দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামাজিক সমস্যা দূরীকরণে জনগণকে উদ্বুদ্ধ করে এবং তাদের সঙ্গে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।

টাঙ্গাইল সদরের ইউএনও জিনাত জাহান বলেন, ‘টাঙ্গাইল সদরের দায়িত্ব নেওয়ার পর থেকে নানা কাজ করেছি। মাঠপর্যায়ে সমস্যা হলেও সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করি। এতে সফলতা আসে।’

কাজ করতে গিয়ে কোনও সমস্যায় পড়তে হয় কিনা জানতে চাইলে বাসাইল উপজেলার ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘কাজকর্মে নারী হিসেবে কোনও বৈষম্য বা প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহযোগিতাই বেশি পেয়ে থাকি।’

ইউএনও ছাড়াও টাঙ্গাইলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন সাত নারী। এর মধ্যে কালিহাতীতে নাফিসা আক্তার, বাসাইলে আশরাফুন নাহার, সখীপুরে আয়েশা জান্নাত তাহেরা, দেলদুয়ারে আখতারুন্নেসা, নাগরপুরে সাবরিন চৌধুরী, মধুপুরে সিফাত-ই-জাহান, ঘাটাইলে আম্বিয়া সুলতানা দায়িত্ব পালন করছেন।

এছাড়া জেলার শিক্ষা প্রশাসনে রয়েছেন ছয় নারী। তারা হলেন–জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী, ভূয়াপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ পারভীন, ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিনা আখতার, ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার।

স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালন করছেন দুই নারী। তারা হলেন–বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা।

 

/বিএল/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম