X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৯৫টি শহরের মধ্যে সেরা হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২১ মার্চ ২০১৮, ১৫:৫১আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:২৬

চট্টগ্রাম ওয়াসা আন্তর্জাতিক পুরস্কার গ্লোবাল ট্রেড লিডার্স অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে  চট্টগ্রাম ওয়াসা ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। বিশ্বের ৯৫টি শহরকে পেছনে ফেলে সেরা হয়েছে সংস্থাটি। সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

গ্লোবাল ট্রেড লিডার্সের আন্তর্জাতিক নির্মাণ পুরস্কার ২০১৮ সালের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। বিশ্বের ৯৫টি দেশ নিয়ে গঠিত ব্যবসায়ীদের এ ক্লাবের সদস্য সংখ্যা সাড়ে ৭ হাজার। স্পেনের মাদ্রিদ শহরে আগামী ১৪ মে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষকে সংস্থার জেনারেল সেক্রেটারি রিকার্ডো রসো লিওপিজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ পুরস্কারের জন্য মনোনয়ন সংক্রান্ত তথ্য জানানো হয়। গ্লোবাল ট্রেড লিডার্স ক্লাব বিশ্বব্যাপী তাদের কার্যক্রমের মধ্যে অসামান্য কোম্পানি সম্পর্কে তথ্য নিয়ে একটি অনলাইন জরিপ প্রতিষ্ঠা করেছে। এ সংস্থার পরিচালিত জরিপে চট্টগ্রাম ওয়াসা নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এবং বিশুদ্ধ পানি সরবরাহে সক্ষমতা দেখাতে পেরেছে। তাই এবার চট্টগ্রাম ওয়াসাকেই নির্মাণ পুরস্কারের জন্য শ্রেষ্ঠ বিজয়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

পুরস্কৃত হওয়ার প্রতিক্রিয়ায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে কোনও পুরস্কারই আরও ভালো কাজ করার প্রেরণা যোগায়। আমরা আসলে পুরস্কার পাবো সেই আশা নিয়ে কাজ করিনি। আমরা কাজ করেছি জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতাটুকু আছে সেটা পরিপূর্ণ করার চেষ্টায়। আর সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছিল আমরা সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘স্পেনের এই প্রতিষ্ঠানটি ওয়াসা নিয়ে কাজ করেছেন সেটা আমরা জানতামও না। উনারা বিভিন্ন অ্যাংগেল থেকে যাছাই করে বিশ্বের ৯৫ শহরের মধ্যে আমাদের সার্ভিসকে ভালো মনে করেছেন এবং ভালো পেয়েছেন। তাই হয়তো তারা আমাদের এই স্বীকৃতি দিয়েছেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারের সহযোগিতা, বিশেষ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রামবাসীর জন্য পর্যাপ্ত পানি সরবরাহের যে কমিটমেন্ট তিনি করেছেন, সেটির ওপর ভিত্তি করে আমরা কাজ করেছি। মন্ত্রণালয়ও সহযোগিতা করেছে। এই পুরস্কার চট্টগ্রামবাসী ও আমাদের সবার জন্য আনন্দের বিষয়।’

ফজলুল্লাহ আরও বলেন, ‘আমাদের আরও তিনটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ তিনটি প্রকল্পের কাজ ২০২০ সালে শেষ হবে। এই তিনটি প্রকল্প থেকে আরও ১৪ হাজার লিটার পানি পাওয়া যাবে। তখন আমরা চট্টগ্রামে ২৪ ঘন্টা পানি সরবরাহ করতে পারবো। আমরা (চট্টগ্রাম ওয়াসা) এশিয়ার মধ্যে একটা উন্নততম প্রতিষ্ঠানে পরিণত হবো।’

ওয়াসার সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মাকসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। চট্টগ্রাম ওয়াসা বিশ্বের ৯৫টি শহরের মধ্যে সেরা হয়েছে। এটির মাধ্যমে আমরা যে ভালো কাজ করেছি তার স্বীকৃতি মিলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম ওয়াসা ৭০ শতাংশ সারফেস ওয়াটার কনভার্ট করে পানি সরবরাহ করে। ভূ-গর্ভ থেকে পানি উত্তোলন পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তাই আমরা আগামী ২০২০ সাল পর্যন্ত শতভাগ সারফেস ওয়াটার ব্যবহার করে পানি সরবরাহ করতে পারবো। বিশ্বের সেরা যে ওয়াটার ওয়াটস আছে চট্টগ্রামবাসীকে আমরা সেটি সরবরাহ করতে পারবো। জাপানসহ উন্নত দেশে যে ধরনের পানি সরবরাহ করা হয়, ২০২০ সালের পর আমরাও সেই ধরনের বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি