X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে শোডাউনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৩:৩৬

নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলে যোগ দেন আওয়ামী লীগ প্রার্থী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রার অভিযোগ উঠেছে। ‘দোয়া মাহফিলে’ যোগ দিতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের নামে ওই ‘দোয়া মাহ্ফিলের’ আয়োজন করা হয়।
জাহাঙ্গীর আলমকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে ওই দোয়া মাহফিলে যোগ দিতে যান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ অনুষ্ঠানে যোগ দেন তারা। জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে আসার আগে ও পরেও তার কর্মী-সমর্থকরা ওই এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। অনুষ্ঠান মঞ্চের ব্যানারে ‘বিশেষ দোয়া মাহ্ফিল’ লেখা থাকলেও মঞ্চের পাশে জাহাঙ্গীর আলমের উপস্থিতিতেই ব্যান্ড পার্টিকে ঢাকঢোল পেটাতে দেখা গেছে।
কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকেই দোয়া মাহ্ফিল আয়োজনের প্রস্তুতি শুরু হয়। স্কুলটিতে দুই শিফটে ক্লাস চলে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান হওয়ায় বুধবার সকালের শিফটের শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরাও অভিভাবকসহ স্কুলে চলে আসে। দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম ওই মাহ্ফিলে যোগ দেন।
দোয়া মাহফিলে জাহাঙ্গীর আলমের নামে দলীয় প্রতীকসহ লিফলেট বিতরণ করা হচ্ছে এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়ার জন্য স্কুলের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী স্কুলের পোশাক পরে মুখোমুখি সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। পরে জাহাঙ্গীর আলম দাঁড়িয়ে থাকা শিশুদের দুই সারির মধ্য দিয়ে বিশেষ দোয়া মাহফিল মঞ্চে প্রবেশ করেন। এ সময় শিশুশিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। পাশের দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে এরই মধ্যে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন আর রশীদকে খোঁজ-খবর নিতে বলা হয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। রাত ৯টা পর্যন্ত তারা প্রতিবেদন জমা দেননি। প্রতিবেদনে অপরাধ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
দোয়া মাহফিলেও উপস্থিত ছিল ব্যান্ড পার্টি এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, কানাইয়ার শোডাউন ও গণসংযোগের খবর আমরা বিকালে পেয়েছি। ওই সময় ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া সম্ভব হয়নি।

/টিআর/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু