X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফসলে ‘ব্লাস্ট’র আক্রমণে দিশেহারা কৃষক

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৪:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৪:৫৯

সাতক্ষীরায় ব্লাস্টের আক্রমনে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত

সাতক্ষীরায় চলতি বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। দুই সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হবে। বোরো মৌসুমে ধানের ফলন ভালো হলেও ‘ব্লাস্ট’ (ছত্রাক)-এর আক্রমণে সাতক্ষীরার কিছু এলাকায় কৃষকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফসল সংগ্রহের আগ মুহূর্তে সাতক্ষীরা জেলার প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমির ধানে ব্লাস্টের আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলার ৭৩ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৭২ মেট্রিক। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯৬ হাজার ৬৬২ মেট্রিক টন, কলারোয়ায় ৪৮ হাজার ৪৮৫ মেট্রিক টন, তালায় ৭২ হাজার ১৪২ মেট্রিক টন, দেবহাটায় ২৪ হাজার ১৮৯ মেট্রিক টন, কালিগঞ্জে ২১ হাজার ৭৯৬ মেট্রিক টন, আশাশুনিতে ২৫ হাজার ১৮৪ মেট্রিক টন এবং শ্যামনগরে ৫ হাজার ৭১৮ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা নিজ উদ্যোগে ৭৬ হাজার ৩৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে। সবকিছু ঠিক থাকলে বোর ধানের বাম্পার ফলন হবে।

সাতক্ষীরা সদর উপজেলার কৃষক খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধান পাকার সময় ব্লাস্ট রোগ দেওয়া আধাপাকা ধানগুলো চিটা হয়ে যাচ্ছে। যে কারণে অনেকে আধাপাকা ধান কেটে ফেলছে। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় শ্রমিকদের মজুরিও বেড়ে গেছে। এখন ৪ ঘণ্টার জন্য শ্রমিকদের ২শ’ থেকে ২৫০ টাকা পারিশ্রমিক দিতে হচ্ছে। তারপরও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ’

কলারোয়া উপজেলার বলাডাঙ্গা গ্রামের কৃষক আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধান লাগানোর কিছুদিন পর পাতায় এক ধরনের চোখ দেখা দেয়। চোখের পাশে কয়েকটি সাদা দাগও দেখা যায়। এটাকে পাতা ব্লাস্ট বলা হয়। এর কিছুদিন পর ধানের শীষের নিচের গিটও শুকিয়ে যেতে থাকে। এটাকে ধানের নেকব্লাস্ট বলা হয়। দুই সপ্তাহ ধরে গিট ব্লাস্ট ছড়িয়ে পড়েছে। ছত্রাকনাশক নাটিবো, টাটাবো ও টু-ওভার স্প্রে করেও মাঠের পর মাঠ সাদা হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, এবার ছয় বিঘা জমিতে বোরো চাষ করেছি। লিজের জন্য বিঘাপ্রতি আট হাজার টাকা করে দিতে হয়েছে। জমি চাষ, বীজ, সার, সেচ, কীটনাশক ও শ্রমিকদের মজুরি বাবদ বিঘাপ্রতি আরও পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। ধান কাটার আগ মুহূর্তে ব্লাস্টের আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি হবে জানি না।’

তবে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবহাওয়ার কারণে অর্থাৎ দিনে গরম, রাতে ঠাণ্ডা, মেঘলা আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং বাতাসের কারণে কিছু কিছু এলাকার ফসলে ব্লাস্ট রোগ দেখা দিয়েছিল। কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখায় ও পরামর্শ দেওয়ায় এ রোগ বাড়তে পারেনি। এ কারণে ধানের লক্ষ্যমাত্রা অর্জনে কোনও প্রভাব পড়বে না। এ বছর জেলায় ৭৬ হাজার ৩৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার হেক্টর বেশি। এ রোগ যাতে ছড়াতে না পারে সে জন্য বিভিন্ন প্রচার প্রচারণাও চালানো হচ্ছে।

 

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক