X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশ যানজটমুক্ত

রফিকুল ইসলাম, ফেনী
১৫ মে ২০১৮, ১৯:২৫আপডেট : ১৫ মে ২০১৮, ১৯:৩৫

ফেনীর ফতেহপুর ওভারপাস যানজট নিরসনে ফেনীর ফতেহপুর রেল ওভারপাসের একটি অংশ খুলে দেওয়া হয়েছে। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশের ২৭ কিলোমিটার এখন যানজটমুক্ত। মঙ্গলবার বেলা ৩টার দিকে অনানুষ্ঠানিকভাবে ফতেহপুর রেল ওভারপাসের একাংশ খুলে দেওয়া হয়। এরপর মুহূর্তেই ওভারপাসের ওপর দিয়ে যানচলাচল শুরু হলে মহাসড়কে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। গত কয়েক সপ্তাহে নিত্য যানজটে আটকে পড়া যাত্রী, পরিবহন শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।

ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওভারপাসের বাকি অংশের কাজ জুন মাসের মধ্যে শেষ হয়ে গেলে খুলে দেওয়া হবে।’

গ্রিনলাইন পরিবহনের চালক কলিম উদ্দিন বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পর নিবিঘ্নে ফতেহপুর ওভারপাস দিয়ে পার হতে গিয়ে মনে হয়েছে জিম্মি দশা থেকে মুক্তি পাইলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করছে আমার মতো পরিবহন শ্রমিকেরা।’

ফেনী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকদের দাবির কারণে সেতুমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত যান চলাচলের জন্য ওভারপাসটি খুলে দেওয়া হয়েছে।’ ফেনীর ফতেহপুর ওভারপাস

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে গত দুই সপ্তাহ ধরে ভয়াবহ যানজট তৈরি হচ্ছিল। দুর্ভোগ পোহাতে হচ্ছিল যানবহন শ্রমিক ও যাত্রীদের। যাত্রী ও বাস মালিকদের সময় ও অর্থের অপচয় যেমন হচ্ছিল, তেমনি প্রতিদিন ব্যবসায়ীদেরও কোটি কোটি টাকা গচ্ছা দিতে হয়েছে।  

ফেনী সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, মহাসড়কের ফেনীর ফতেহপুরে ২০১২ সালের ২২ জানুয়ারি কাজের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড (পিবিএল)। এই প্রতিষ্ঠানটি একই সঙ্গে কুমিল্লা, ফেনী ও ইলিয়টগঞ্জে ওভারপাসের নির্মাণ কাজ শুরু করে।

ফেনীর ফতেহপুর মূল রেল ওভারপাসের দৈর্ঘ্য হচ্ছে ৮৬.৭৯ মিটার। দুই দিকের ঢালু অংশ মিলিয়ে মোট দৈর্ঘ্য ৭৫৫ মিটার। ঢাকার অংশের দৈর্ঘ্য ৩৪৭ মিটার আর চট্টগ্রাম অংশের দৈর্ঘ্য ৪০৮ মিটার। পিবিএল কাজ পাওয়ার পর থেকে নানা টালবাহানা শুরু করে। দীর্ঘ ৬ বছর ধরে কাজ করার পর ফেনী রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজের অগ্রগতি মাত্র ৫০ ভাগ। চাঁদাবাজির অভিযোগ এনে ২০১৬ সালে প্রকল্পের সিংহভাগ টাকা উঠিয়ে সরে পড়ে ঠিকাদার প্রতিষ্ঠান পিবিএল।

এদিকে, জনদুর্ভোগের কারণে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের ওয়ার্ক অর্ডার বাতিল করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় মেট্রো গ্রুপের প্রতিষ্ঠান আল আমিন কন্সট্রাকশন। অনিয়মে জড়িয়ে পড়ে তারাও। এ প্রতিষ্ঠানকে ২০১৭ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাস সময় দিয়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়। এই সময়সীমার মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার তত্ত্বাবধানে কাজ করছে আল আমিন কন্সট্রাকশন।

গত ৬ এপ্রিল ফতেহপুরের রেলওয়ে ওভারপাসের কাজের অগ্রগতি দেখতে ফেনীতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ১৫ মে’র মধ্যে রেল ওভারপাসের একটি অংশের কাজ সম্পন্ন হলে তা খুলে দেওয়া হবে। বাকি অংশের কাজ জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

আরও পড়ুন- 'ঢাকা-চট্টগ্রাম রুটে আজই যানজট স্বাভাবিক হবে'


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ