X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মবিরতির সঙ্গে শুরু হচ্ছে অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
২২ মে ২০১৮, ২০:০০আপডেট : ২২ মে ২০১৮, ২০:০৬

বড়পুকুরিয়া কয়লা খনি (ফাইল ছবি) আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া বেতন-ভাতা প্রদান, প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির ১০ দিন পার হলো মঙ্গলবার। বুধবার থেকে কর্মবিরতির সঙ্গে অবরোধ কর্মসূচি যুক্ত করার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত খনি থেকে কাউকে বের হতে কিংবা কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তারা।

গত ১৩ মে থেকে খনির এক হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক এই কর্মবিরতি পালন করছেন। আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-চুক্তি অনুযায়ী সব শ্রমিকদের নিয়োগ প্রদান, প্রতি বছর শতকরা ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সব শ্রমিকদের ক্ষেত্রে গ্রাচুইটি প্রদান, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘণ্টা ডিউটি করানো, ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়িঘরের দ্রুত স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরি প্রদান।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাদের অভিযোগ, গত ২৬ এপ্রিল খনি কর্তৃপক্ষকে তাদের দাবি এবং কর্মবিরতির বিষয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু খনি কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। তাই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের ছয় দফা দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষ।

বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘এতদিন আমরা শুধু কর্মবিরতিই পালন করেছি। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে টালবাহানা করছে। সোমবার বসার কথা থাকলেও বসেনি। এতে করে নতুন কর্মসূচি হিসেবে অবরোধ কর্মসূচি যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সকাল থেকেই খনির শ্রমিকরা কর্মবিরতির পাশাপাশি অবরোধ কর্মসূচিতে যাবে। এতে করে খনি থেকে কাউকে প্রবেশ কিংবা কাউকে বের হতে দেওয়া হবে না। এরপরেও দাবি মেনে না নেওয়া হলে সিদ্ধান্তক্রমে অন্য কর্মসূচিও ঘোষণা করা হবে।’

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবউদ্দীন আহাম্মদ বলেন, ‘শ্রমিকদের সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যানের বসার কথা ছিল। কিন্তু শ্রমিকরাই ঢাকায় যায়নি, আর যার ফলে বসা হয়নি। এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আগে শ্রমিকরা কাজে ফিরে যাবে, এরপর তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হবে।’ তাই শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানান তিনি। তিনি জানান, সোমবার সকাল থেকেই খনিতে ৩০০ চীনা শ্রমিক কাজে যোগ দিয়ে কয়লা উত্তোলন শুরু করেছে। প্রথম দিনেই ১২শ’ ৫০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। ধীরে ধীরে এই কয়লার উত্তোলন বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলেও কোনও কাজ হয়নি। যাতে করে শ্রমিক-কর্মচারীদের পরিবার দুর্বিসহ জীবন-যাপন করছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনও কর্ণপাত করছে না। তাই অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া বেতন-ভাতা প্রদান, প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত ১৩ মে সকাল ৬ টা থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি’র শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।

আরও পড়ুন- বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের লাগাতার আন্দোলন, সমাধান কী?

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ