X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১০ ট্রাক অস্ত্র আটককারী ইন্সপেক্টর হেলাল সড়ক দুর্ঘটনায় নিহত

ফেনী প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৯:০৩আপডেট : ১৯ জুন ২০১৮, ০১:২৭





নিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া

২০০৪ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটককারী চট্টগ্রাম বন্দর থানার তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার সময় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় হেলাল উদ্দিন ভূঁইয়ার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আরও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সে অনুযায়ী ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।'
মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল বলেন, ‘দুর্ঘটনায় নিহত হেলাল উদ্দিনের প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঐক্য সিং বাংলা ট্রিবিউনকে বলেন,নিহত হেলাল উদ্দিনের লাশ ঢাকা মেডিক্যাল থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
প্রসঙ্গত, ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে তৎকালীন সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করেন। এই অস্ত্র আটকের ঘটনায় সেই সময় ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েছিলেন পুলিশের এই দুই সার্জেন্ট। তাদেরকে উল্টো অস্ত্র মামলায় আসামি করে পাঠানো হয় জেলে। ২৮ মাস কারাবাস শেষে মুক্তি মেলে তাদের । পরে ২০১১ সালের ৮ আগস্ট তারা ফিরে পেয়েছিলেন হারানো চাকরি।

/এসএসএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড