X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে বিএনপি: জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৪:২৫আপডেট : ২১ জুন ২০১৮, ১৬:১৫

গাজীপুরে গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বিএনপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে। বিএনপি খুনির পরিবারকে প্রশ্রয় দিয়েছে। এতেই প্রমাণ হয় বিএনপি সংঘর্ষ এবং খুনের রাজনীতি করে।’ বৃহস্পতিবার (২১ জুন) ২৩নং ওয়ার্ড শিমুলতলী এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘বিএনপি প্রার্থী পাঁচবার জনপ্রতিনিধি হয়েও এলাকার কোনও উন্নয়ন করতে পারেননি। নিজের পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমি গাজীপুরবাসীকে কথা দিচ্ছি, নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে জমি-দোকান স্থায়ীভাবে দরিদ্রদের নামে বরাদ্দের ব্যবস্থা করবো। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই, ভোট চাই।’

বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরের বাসন এলাকার বাসভবন থেকে বের হয়ে শিমুলতলী থেকে প্রচারণা শুরু করেন জাহাঙ্গীর আলম। পরে মহানগরের জয়দেবপুর, লক্ষীপুর, মাড়িয়ালী, হাড়িনাল, নীলেরপাড়া, আদাবৈ ও সামন্তপুর এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন তিনি। গাজীপুরে গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম  

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘রাজধানীর পরই গাজীপুর। আমি নির্বাচিত হলে গাজীপুরের উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেবো। অতীতে বিএনপি প্রার্থী জনপ্রতিনিধি ছিলেন। অথচ সুযোগ থাকার পরও চোখে পড়ার মতো তেমন কোনও উন্নয়ন নাই। যেমন বড় রাস্তা নাই,  ড্রেন নাই, রাস্তায় ফুটপাত নাই। আমি জনগণের কর্মচারী হয়ে এসব কাজ করতে চাই। আপনারা আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এসব কাজ করার সুযোগ দেবেন।’

আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রচারণায় অংশ নেন। এছাড়া মহাজোট শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দলের নেতাকর্মীরাও প্রচারণা চালান। সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মতিউর রহমান মতি, জয়দেবপুর থানা জাতীয় পার্টির সভাপতি বজলুর রহমানসহ নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন- নেতাকর্মীদের গ্রেফতারে তদন্ত ও জরুরি ব্যবস্থা চান হাসান সরকার

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী