X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতাকর্মীদের গ্রেফতারে তদন্ত ও জরুরি ব্যবস্থা চান হাসান সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৩:৫০আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:৫৭

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান সরকার: ছবি (সাজ্জাদ হোসেন)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার (২১ জুন) আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেন, সরকার স্থানীয় প্রশাসন দিয়ে তার দলের নেতাকর্মীকে হয়রানি ও গ্রেফতার করছে। ৭-৮ জন নেতাকর্মীকে গতকালই (বুধবার) গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার প্রচার-প্রচারণা ব্যাহত হচ্ছে বলে জানান।

এই অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রধান নির্বাচন কমিশনের কাছে তদন্তের জন্য জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।

সাংবাদিকদের রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তার সবই করবে।’

হাসান উদ্দিন সরকারের অভিযোগের বিষয়ে রকিব উদ্দিন বলেন, ‘আমরা নির্বাচনের কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ পাঠিয়েছি। তবে কাউকে যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আমরা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি।’

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আচরণবিধি লঙ্ঘন যে শুধু প্রার্থীদের তা নয়, এটি যেকোনও সরকারি কর্মকর্তারও হতে পারে। সেক্ষেত্রে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘গতকাল নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে নিয়ে মিটিং করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন কাউকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়।’

আরও পড়ুন: আ.লীগের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: হাসান সরকার




/এসজেএ/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে