X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০২:১০আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০২:১০




যশোর যশোর সদর উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে ইরাদত খান (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার জগন্নাথপুরে সোমবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হায়াৎ মাহমুদ জানান, সোমবার দুপুরে ইরাদত খান প্রতিবেশী ওই বৃদ্ধাকে ভাত রান্নার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বিকাল থেকে ওই বৃদ্ধাকে খুঁজে না পাওয়ায় প্রতিবেশীরা ইরাদতকে সন্দেহ করেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এতে উত্তেজিত হয়ে লোকজন তাকে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে সে স্বীকার করে যে, ওই বৃদ্ধার লাশ তার বাড়ির রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে রয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওই প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ইরাদত খানকে আটক করে বসুন্দিয়া মোড়ে গ্রাম্য ডা. আব্দুল হাইয়ের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে নেয়। বৃদ্ধার লাশ তাদের বাড়িতে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তা যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয়দের জানান, ইরাদত খান বছরখানেক আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে। তখন পুলিশ তাকে আটক করেছিল। কিন্তু হাইকোর্ট থেকে জামিনে বের হয় সে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হায়াৎ মাহমুদ আরও জানান, ইরাদতের চরিত্র খারাপ। সে একটি শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযুক্ত আসামি। এছাড়া কয়েক মাস আগেও ইরাদত একটি মেয়ের হাত ধরে টানাটানি করেছিল বলে অভিযোগ রয়েছে। এসব বিবেচনা করে ধারণা করা যেতে পারে বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যা করেছে সে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে