X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চবির ১৮ শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ

চবি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৮:০১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:০১

শিক্ষা ও গবেষণা ইস্টিটিউট ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ১৮ শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার ব্যাপারে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত রবিবার (১৫ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং মো. আশরাফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

আইইআরের দুই শিক্ষক এমএ শাহেন শাহ ও ইফতেখার আরিফের পৃথকভাবে করা দুটি রিটের শুনানি শেষে গত ১৫ জুলাই (রবিবার) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে অফিস আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল ইস্যু করেন আদালত।

এদিকে, হাইকোর্টের স্থগিতাদেশের অফিসিয়াল কপি না আসা পর্যন্ত রিটকারীদের আইনজীবীরা রেজিস্ট্রারের কাছে নোটিশ পাঠালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তা গ্রহণ করেননি।

এ ব্যাপারে রিটকারী শিক্ষক ও আইইআর’র সাবেক পরিচালক এম এ শাহেন শাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গত ১৫ জুলাই হাইকোর্টে রিট করি। আদালত বিষয়টি আমলে নিয়ে এর ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। আদালতের রায়ের কপি না আসা পর্যন্ত আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে চাইলে রেজিস্ট্রার তা গ্রহণ করেননি।’

চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) একেএম নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে কি এনেছে, তা আমি জানি না। ওই মুহূর্তে আমি অফিসে ছিলাম না। তবে যদি কেউ কোনও রিট করে তার অফিসিয়াল কপি কোর্ট থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে।’

প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে তিন সদস্যের একটি দল আইইআরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়টি পরিদর্শনে যান। ইউজিসি’র ওই দল পরিদর্শন শেষে গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইইআর শিক্ষকদের আর্গানোগ্রাম ও নীতিমালাসহ যোগ্যতা নিয়ে তিন দফা সুপারিশ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় ওই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ওই ১৮ শিক্ষককে আইইআরের শিক্ষক হিসেবে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাদের কলেজে (বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে) ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন ওই ১৮ শিক্ষককে কলেজে ফিরে যেতে নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই ১৮ শিক্ষকের মধ্যে দুই শিক্ষক পৃথকভাবে হাইকোর্টে রিট করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা