X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খুলনায় ভিজিএফের চাল বিতরণকালে হামলার ঘটনায় ৩৫ জনের নামে মামলা

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৫:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৩

খুলনা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় মহিলা বিষয়ক অধিদফতরের দিঘলিয়া অফিসের প্রশিক্ষক শেখ নবীর হোসাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় চন্দনীমহলের মেম্বার আশরাফ মোল্লার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে এ মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। এরপর রাতেই ভোগদিয়া এলাকায় অভিযান চালিয়ে বাবু (২৫) ও রফিকুল (৩০) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। হামলা ও ভাঙচুরকারীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার ভিজিএফের চাল বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগ এনে বেলা পৌনে ২টায় একদল লোক সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যানের রুমে হামলা চালায়। তারা জানালার কাঁচ ভাঙচুর করে পরিষদের অধিকাংশ জানালার কাঁচ ভেঙে ফেলে। এ সময় চেয়াম্যানের রুমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শম্পা কুন্ডু, চেয়াম্যান গাজী জিয়াউর রহমানসহ ইউপি সদস্যরা। অতর্কিত হামলায় তারা হতভম্ব হয়ে বাথরুমসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়ে অক্ষত থাকেন। অল্পের জন্য রক্ষা পান ইউএনও শম্পা কুন্ডু, ইউপি চেয়ারম্যান জিয়া গাজী ও থানার ওসি।

সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়া জানান, সকাল ৯টা থেকে চাল বিতরণের আগে ট্যাগ অফিসার শেখ নবীর হোসেন, পুলিশ আফিসারসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরিষদ থেকে চাল মেপে বুঝে নেওয়ার পর কিছুদূর গিয়ে কতিপয় লোক অভিযোগ করে চাল কম দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- ‘চাল কম দিলেন চেয়ারম্যান, অবরুদ্ধ ইউএনও’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট